সস্তায় বাজারে এল দ্রুততম ইলেকট্রিক কমার্শিয়াল টু-হুইলার Harmes 75

গোয়ার স্টার্টআপ সংস্থা কবীরা মোবিলিটি (Kabira Mobility) গত ফেব্রুয়ারিতে ফুল ফেয়ার্ড ইলেকট্রিক স্পোর্টস বাইক KM 3000 ও ইলেকট্রিক স্ট্রিট বাইট KM 4000 লঞ্চ করেছিল। গ্রাহকদের কাছে বৈদ্যুতিক এই মোটরসাইকেল দুটি অত্যন্ত সমাদৃত হয়েছিল। বাজারে ভাল প্রতিক্রিয়া পাওয়ার পর সংস্থাটি এবার Hermes 75 নামের কমার্শিয়াল ডেলিভারি ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হল। Hermes 75-কে ভারতের “দ্রুততম ইলেকট্রিক কমার্শিয়াল টু-হুইলার ” হিসেবে উল্লেখ করে কবীরা মোবিলিটি জানিয়েছে, এটি চলতি বছরের জুন মাস থেকে শোরুমে উপলব্ধ হবে। হার্মিস ৭৫ এর দাম রাখা হয়েছে ৮৯,৬০০ টাকা (এক্স-শোরুম গোয়া)।

বিগত কয়েক বছর ই-কমার্স এবং ডেলিভারি সংক্রান্ত ব্যবসা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির মুখ দেখেছে৷ ফলে দ্রুততার সাথে গ্রাহকদের পণ্য সরবরাহের জন্য প্রচুর কাজের সুযোগ তৈরি হয়েছে। তাই ফুড, ই-কমার্স, ও কমার্শিয়াল ডেলিভারির সঙ্গে যুক্ত ডেলিভারি পার্টনারদের কাজে ইকো-ফ্রেন্ডলি মোবিলিটি সলিউশন পৌঁছে দেওয়ার লক্ষ্যে কবীরা মোবিলিটি, হার্মিস ৭৫ ই-স্কুটার লঞ্চ করেছে। B2B অর্থাৎ Business to Business সেগমেন্টে আসা এই ইলেকট্রিক স্কুটারটি ক্রেতারা ফিক্সড ও সোয়াইপেবল ব্যাটারি অপশনে বেছে নিতে পারবেন। ফিক্সড ব্যাটারি ১০০ কিমি থেকে ১২০ কিমি ড্রাইভিং রেঞ্জ দেবে। আবার সোয়াইপেবল ব্যাটারির সাহায্যে এটি প্রায় ৮০ কিমি পথ পাড়ি দিতে পারবে।

কবীরা মোবিলিটির হার্মিস ৭৫ ই-স্কুটারে ৬০ ভোল্ট, ৪০ অ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফার্স্ট প্রযুক্তির সাথে এটি ৪ ঘন্টার মধ্যে চার্জ হয়ে যাবে। আবার সিঙ্গেল চার্জে এটি ১২০ কিমি পথ চলতে পারবে। হার্মিস ৭৫ এর ২.৫ কিলোওয়াট DeltaEV হাব মোটর ৪ কিলোওয়াট পিক পাওয়ার উৎপন্ন করতে পারে। ইলেকট্রিক স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ৮০ কিমি/ঘন্টা।

Kabira mobility launched harmes 75 commercial delivery electric scooter
Photo Credit: rushlane.com

১২ ইঞ্চি CEAT টায়ার Hermes 75-কে ভারতের সব ধরনের রাস্তায় চলাচলের জন্য উপযোগী করে তুলেছে। স্কুটারটির ফক্স ভিনিল (Faux Vinyl) সিটে বসে রাইডার লম্বা সফরেও আরাম অনুভব করবে। স্কুটারটির  সর্বোচ্চ পেলোড ক্যাপাসিটি ১৫০ কেজি। এছাড়া Hermes 75 ইলেকট্রিক স্কুটারের বিশেষ ফিচার বলতে রয়েছে এলইডি হেডল্যাম্প, হাই কোয়ালিটি ডিস্ক ব্রেক, এবং গুরুত্বপূর্ণ রাইডির ডেটা দেখানার জন্য ডিজিটাল এলসিডি ড্যাশবোর্ড।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন