এক রিচার্জে প্রায় একবছর কল, ডেটা ও SMS, জিও ফোনের জন্য বার্ষিক প্ল্যান আনলো Reliance Jio

ডিসেম্বরে স্মার্টফোনের পাশাপাশি JioPhone এর জন্যও নতুন প্ল্যান নিয়ে এসেছিল Reliance Jio। তবে সেখানে অধিক ভ্যালিডিটিযুক্ত প্ল্যান উপলব্ধ ছিল না। জিওফোন গ্ৰাহকরা কেবল ২৮ দিনের প্ল্যানই রিচার্জ করতে পারতো। তবে এবার সংস্থাটি জিও ফোনের জন্য তিনটি নতুন বার্ষিক প্ল্যান নিয়ে এসেছে। ১,০০১ টাকা থেকে শুরু JioPhone এর এই তিনটি বার্ষিক প্ল্যানে ৩৩৬ দিন ধরে ডেটা, কলিং এবং SMS এর সুবিধা পাওয়া যাবে। চলুন এই প্ল্যানগুলি সম্বন্ধে বিস্তারিত জেনে নিই।

জিও ফোনের ১৫০১ টাকার বার্ষিক প্ল্যান

জিও ফোনের ১৫০১ টাকার বার্ষিক প্ল্যানে পাওয়া যাবে মোট ৫০৪ জিবি ডেটা। এখানে দৈনিক ১.৫ জিবি ডেটা ব্যবহার করা যাবে। ১.৫ জিবি শেষ হলে ৬৪ কেবি প্রতি সেকেন্ড স্পিডে আনলিমিটেড ইন্টারনেট চালানো যাবে। সেই সঙ্গে জিও থেকে জিওতে আনলিমিটেড কলিং-এর সুবিধা উপলব্ধ। আবার জিও থেকে অন্যান্য নেটওয়ার্কিং কল করার জন্য ১২,০০০ মিনিট ফ্রি পাওয়া যাবে। তারপর ফেয়ার ইউজ পলিসি অনুযায়ী চার্জ করা হবে। SMS-এর ক্ষেত্রে পাওয়া যাবে দৈনিক ১০০ টি SMS। সেই সঙ্গে সমস্ত জিও অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। এই প্ল্যানটির ভ্যালিডিটি ৩৩৬ দিন।

জিও ফোনের ১৩০১ টাকার বার্ষিক প্ল্যান

জিও ফোনের ১৩০১ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৩৩৬ দিন। এই প্ল্যানেও জিও থেকে জিও আনলিমিটেড কল করা যাবে। আবার জিও থেকে অন্যান্য নেটওয়ার্কে কল করার জন্য ১২,০০০ FUP মিনিট পাওয়া যাবে। এই প্ল্যানে ডেটা পাওয়া যাবে মোট ১৬৪ জিবি। তবে দৈনিক ডেটা ব্যবহারের লিমিট ৫০০ এমবি। ৫০০ এমবি শেষ হয়ে গেলে ৬৪ কেবি প্রতি সেকেন্ড স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এছাড়া দৈনিক ১০০ SMS পাওয়া যাবে। সাথে আছে সমস্ত জিও অ্যাপের সাবস্ক্রিপশন।

জিও ফোনের ১০০১ টাকার বার্ষিক প্ল্যান

জিও ফোনের সবচেয়ে কম দামের প্ল্যানে পাওয়া যাবে মোট ৪৯ জিবি ডেটা। এখানে দৈনিক ডেটা ব্যবহারের সীমা ১৫০ এমবি। এই সীমা পেরিয়ে গেলেও ৬৪ কেবি প্রতি সেকেন্ড স্পিডে আনলিমিটেড ব্রাউজিং করা যাবে। কলিং-এর ক্ষেত্রে বাকি প্ল্যানগুলির মতোই জিও থেকে জিও আনলিমিটেড কলিং এবং অন্যান্য নেটওয়ার্কে ১২০০০ মিনিট ফ্রি পাওয়া যাবে। সেই সঙ্গে দৈনিক ১০০ SMS তো থাকছেই। তাছাড়া সমস্ত জিও অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটিও ৩৩৬ দিন।