Christmas Gift 2022: বড়দিনের সবচেয়ে সেরা গিফট, সস্তায় কিনুন ফিচারে ঠাসা 4G ও 5G স্মার্টফোন

দেখতে দেখতে চলে এল বড়োদিন। বছরের এই বিশেষ সময়টিতে প্রিয় মানুষদের কী কী উপহার দেওয়া যেতে পারে, সেই নিয়ে হাজার একটা পরিকল্পনা চলতেই থাকে। যেহেতু সময়ের সঙ্গে সঙ্গে উপহারের ধরনেও বদল এসেছে, তাই অনেকেই ভেবে পান না যে ঠিক কী উপহার দিলে প্রিয় মানুষটিকে খুশি করা যাবে। তবে একথা নিঃসন্দেহে অনস্বীকার্য যে, ২০২২ সালে দাঁড়িয়ে আট থেকে আশি সকলেই যে গিফটটি পেলে খুশি হবে, সেটি হল কোনো নামজাদা কোম্পানির একগুচ্ছ দারুণ ফিচারে ঠাসা একটি ব্র্যান্ড-নিউ স্মার্টফোন! সত্যি কথা বলতে গেলে, চলতি সময়ে স্মার্টফোন আমাদের সকলেরই দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। অবসর সময় কাটানোর পাশাপাশি নানাবিধ প্রয়োজনীয় কাজের জন্য এখন এই ছোট্ট ইলেকট্রনিক গ্যাজেটটিকে ব্যবহার করা হয়। তাই বড়োদিনে যদি কাছের মানুষটিকে এরকম একটি দারুণ জিনিস গিফট করা যায়, তবে তার মুখে হাসি ফুটবেই ফুটবে। সেক্ষেত্রে আসন্ন ক্রিসমাসে নিজের প্রিয়জনকে একটি দুর্দান্ত হ্যান্ডসেট উপহার দিয়ে আপনি যদি তার মুখে খুশির ঝিলিক দেখতে চান, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি অবশ্যই একবার খুব ভালো করে মন দিয়ে পড়ে নিন। কারণ আজ আমরা জনপ্রিয় ই-কমার্স সাইট Amazon এবং Flipkart-এ ১৫,০০০ টাকার কমে উপলব্ধ Samsung, Realme, Redmi, Vivo, Poco-র মতো জনপ্রিয় ব্র্যান্ডের ৫টি চমকপ্রদ স্মার্টফোনের কথা আপনাদেরকে জানাতে চলেছি।

Samsung Galaxy M04

চলতি সময়ে স্যামসাংয়ের এই ফোনটির ৪ জিবি + ১২৮ জিবি মডেলটি অ্যামাজন থেকে কিনতে হলে ইউজারদের ১০,৪৯৯ টাকা খরচ করতে হবে। এই স্মার্টফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ (৭২০x১৬০০ পিক্সেল) পিএলএস এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও পি৩৫ (MediaTek Helio P35) প্রসেসর, এবং ১০ ওয়াট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। আবার, সংস্থার ‘র‍্যাম প্লাস’ ফিচারকে কাজে লাগিয়ে ডিভাইসটির র‍্যাম ৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশসহ ডুয়াল ক্যামেরা ইউনিট বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসের সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার দেখা মিলবে।

Redmi A1

নিজের প্রিয়জনকে খুশি করার জন্য যারা একদম বাজেট রেঞ্জে কোনো স্মার্টফোনের সন্ধান করছেন, তাদের জন্য এই হ্যান্ডসেটটি এককথায় আদর্শ। মিডিয়াটেক হেলিও এ২২ (MediaTek Helio A22) প্রসেসর দ্বারা চালিত রেডমি এ১ ফোনে রয়েছে ৬.৫২ ইঞ্চি এইচডি+ (১৬০০x৭২০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে। ক্যামেরার কথা বললে, ডিভাইসটির পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আবার, ফোনটির সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা মজুত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য হ্যান্ডসেটটিতে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। অ্যামাজন থেকে হালফিলে রেডমির এই স্মার্টফোনটির ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে হলে খরচ পড়বে ৫,৯৯৯ টাকা।

Vivo T1X

ফ্লিপকার্টে ভিভোর এই ফোনটির ৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। এই স্মার্টফোনটিতে আছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি+ (১০৮০x২৪০৮ পিক্সেল) আইপিএস এলসিডি টিয়ারড্রপ নচ ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯০.৬% স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। দুরন্ত পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ (Qualcomm Snapdragon 680) প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য ফোনটির পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরার দেখা মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য ভিভো টি১এক্স ফোনে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। 

Realme Narzo 50 

বর্তমানে ফ্লিপকার্ট থেকে রিয়েলমির এই ফোনটির ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে হলে ক্রেতাদের ১২,৯৯৯ টাকা ব্যয় করতে হবে। ডিভাইসটিতে রয়েছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি+ (২৪১২ x ১০৮০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৯০.৮ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও অফার করে। পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৬ (MediaTek Helio G96) প্রসেসর। ক্যামেরার কথা বললে, রিয়েলমির এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স। পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি নারজো ৫০-তে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Poco M4 5G

বর্তমানে ভারতের বেশ কয়েকটি শহরে যেহেতু ৫জি পরিষেবা রোলআউট হয়ে গিয়েছে, তাই এই মুহূর্তে প্রিয় মানুষটিকে একটি পঞ্চম প্রজন্মের কানেক্টিভিটিযুক্ত হ্যান্ডসেট উপহার দিলে তিনি যে অবশ্যই খুব খুশি হবেন, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য। সেক্ষেত্রে ক্রেতারা অনায়াসে সাশ্রয়ী মূল্যে উপলব্ধ পোকোর এই স্মার্টফোনটি কেনার কথা ভেবে দেখতে পারেন। এই ফোনে রয়েছে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি+ (২৪০০ x ১০৮০ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ফোনটির পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ (MediaTek Dimensity 700) প্রসেসর দ্বারা চালিত এই হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বর্তমানে ফ্লিপকার্টে পোকো এম৪ ৫জি স্মার্টফোনটির ৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৯৯৯ টাকা।