ভারতে এল Realme C15 Qualcomm Edition, দাম শুরু ১০ হাজার টাকা থেকে

জল্পনা সত্যি করে অবশেষে ভারতে লঞ্চ হল Realme C15 Qualcomm Edition। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর সহ এসেছে। ভারতে রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশনের দাম শুরু হয়েছে ৯,৯৯৯ টাকা থেকে। জানিয়ে রাখি গত আগস্টে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর সহ ভারতে লঞ্চ হয়েছিল Realme C15। এবার ফোনটিকে কোয়ালকম প্রসেসর সহ আনা হল। যদিও এছাড়া ফোনের বাকি স্পেসিফিকেশন একই রাখা হয়েছে। যেমন রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশনে আগের মতই পাবেন ৬,০০০ এমএএইচ ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা ও মিনি ড্রপ নচ ডিসপ্লে।

Realme C15 Qualcomm Edition এর দাম লভ্যতা ও সেলের তারিখ

রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশন এর দাম ৯,৯৯৯ টাকা। এই দাম ফোনটির ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের। আবার এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১০,৯৯৯ টাকা। ফোনটি পাওয়ার ব্লু ও পাওয়ার সিলভার কালারে পাওয়া যাবে। আগামীকাল অর্থাৎ ২৯ অক্টোবরে শুরু  Flipkart Big Diwali সেলে এই ফোনটির বিক্রি শুরু হবে। যেখানে ফোনটির দুটি ভ্যারিয়েন্টের ওপর ৫০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।

জানিয়ে রাখি Realme C15 এর মিডিয়াটেক এডিশনের দামও একই। অর্থাৎ এর ৩২ জিবি স্টোরেজের দাম শুরু হয়েছে ৯,৯৯৯ টাকা থেকে। আবার ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১০,৯৯৯ টাকা ও ১২,৫০০ টাকা।

Realme C15 Qualcomm Edition এর স্পেসিফিকেশন

রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশনে আছে ১৬০০x ৭২০ পিক্সেল রেজোলিউশনের সাথে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এর আসপেক্ট রেশিও ২০:৯, স্ক্রিন টু বডি রেশিও ৮৮.৭ শতাংশ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৪২০ নিটস। ফোনটিতে ব্যবহার করা হয়েছে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর ও এড্রেনো ৬১০ জিপিইউ। আবার এতে আছে ৪ জিবি পর্যন্ত র‌্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে।

আবার Realme C15 Qualcomm Edition এসেছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ। এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ক্যামেরার কথা বললে ফোনটির পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ উপলব্ধ। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল (এফ/২.২), অন্য তিনটি ক্যামেরা হল ১১৯ ডিগ্রী ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স (এফ/২.২৫), ২ মেগাপিক্সেল ব্ল্যাক এন্ড হোয়াইট সেন্সর ও ২ মেগাপিক্সেল রেট্রো সেন্সর। ফোনটির সামনে আছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যে ক্যামেরাটি মিনি ড্রপ নচের মধ্যে অবস্থিত।

আবার রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশনে পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে ফেস আনলক। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনের পিছনে অবস্থিত। চার্জিংয়ের জন্য এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড রিয়েলমি ইউআই ১.০ সিস্টেমে চলে।