যুক্ত হবে নতুন ইঞ্জিন, বদলে যাবে লুকস, চমকে দেবে নয়া Maruti Suzuki Swift-র মেকওভার

তা সে যেমন গাড়িই হোক, আপগ্রেড করার ক্ষেত্রে মারুতি সুজুকি (Maruti Suzuki)-র জবাব নেই। বর্তমানে সংস্থাটি তাদের জনপ্রিয় প্রিমিয়াম হ্যাচব্যাক Swift-এর নতুন প্রজন্মের ভার্সনের উপর কাজ করছে বলে জানা গেছে। আশা করা হচ্ছে, এটি চলতি বছরের শেষার্ধে বাজারে হাজির করা হতে পারে। আবার ইন্দো-জাপানি সংস্থাটি ২০২৪-এ Swift-এর Sport ভ্যারিয়েন্টও লঞ্চ করতে পারে। নয়া সংস্করণের Maruti Suzuki Swift-এর ফাঁস হওয়া ছবি দেখে এর স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে।

পঞ্চম প্রজন্মের Maruti Suzuki Swift : এক্সটেরিয়ার ডিজাইন

পুরোদস্তুর মেকওভার সহ মারুতি সুজুকি তাদের পরবর্তী প্রজন্মের সুইফ্ট লঞ্চের পরিকল্পনা করছে। আসন্ন মডেলটির বাহির ও অন্দরমহলের ডিজাইনে তাই বেশকিছু পরিবর্তন নজরে পড়বে। আপডেট হিসেবে এতে থাকছে নতুন ফ্রন্ট গ্রিল এবং বাম্পার। যে কারণে আগ্রাসী স্টাইল বৃদ্ধি পেয়েছে। এছাড়া সামনে দেওয়া হয়েছে স্লিক হেডলাইট, হ্যালোজেন ফগল্যাম্প এবং এলইডি ডিআরএল।

পঞ্চম প্রজন্মের Maruti Suzuki Swift : ইন্টেরিয়র ডিজাইন

আসন্ন নতুন প্রজন্মের Swift-এর কেবিনে সম্পূর্ণ নতুন ডিজাইনের ড্যাশবোর্ড থাকছে। যাতে একটি নতুন টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেমের দেখা মিলবে। অত্যাধুনিক ফিচার হিসাবে গাড়িটি স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, সম্পূর্ণ নতুন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এবং কানেক্ট কার ফিচার পেতে চলেছে। ইন্টেরিয়রে ফক্স কার্বন ফাইবারের যন্ত্রাংশ, রেড স্টিচিং সহ স্পোর্টি ব্ল্যাক লেদার আফোহোলস্টেরি এবং একটি ফ্ল্যাট বাটম স্টিয়ারিং হুইল নজরে পড়বে। এই সমস্ত কিছু সুইফ্টের ডিজাইনের স্পোর্টি লুক বাড়াতে সাহায্য করবে।

পঞ্চম প্রজন্মের Maruti Suzuki Swift : পাওয়ারট্রেন

Swift-এর স্ট্যান্ডার্ড ভার্সনে একটি ১.২ লিটার ডুয়েলজেট পেট্রোল ইঞ্জিন অফার করা হবে। এটি ৫-স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে উপলব্ধ হবে। আবার গাড়িটি মিল্ড হাইব্রিড সিস্টেম সহ অফার করা হতে পারে। এতে যেমন বেশি শক্তি উৎপাদিত হবে আবার জ্বালানির খরচ কমাতেও সাহায্য করবে।