Apple রাজ এবার চীনেও, নিজের গড়ে পিছিয়ে পড়ল Vivo, Oppo, Huawei-রা

চীনের মাটিতে চীনা স্মার্টফোন কোম্পানিদেরই মাত দিল আমেরিকা ভিত্তিক টেক ব্র্যান্ড অ্যাপল (Apple)। মার্কেট রিসার্চার ফার্ম কাউন্টারপয়েন্টের (Counterpoint) সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, ২০২১ সালের চতুর্থ ত্রৈমাসিকে চীনে ‘হায়েস্ট-এভার’ মার্কেট শেয়ার অর্জন করেছে অ্যাপল। ২০১৫ সালের পর এই প্রথমবারের জন্য চীনের টপ-সেলিং স্মার্টফোন বিক্রেতা হিসাবে শীর্ষস্থান দখল করে এক নতুন মাইলস্টোন তৈরী করলো ‘আধ খাওয়া আপেল’ লোগো দ্বারা পরিচিত টেক জায়ান্টটি। আসলে আইফোন ১৩ (iPhone 13) সিরিজের আত্মপ্রকাশ এবং প্রতিদ্বন্দ্বী সংস্থা হুয়াওয়ের (Huawei) মার্কেট শেয়ার হ্রাস পাওয়ার কারণে অ্যাপলের মার্কেট শেয়ার বেড়েছে।

Vivo, Oppo -কে পেছনে ফেলে, ২০২১ সালের চতুর্থ কোয়ার্টারে চীনের টপ-সেলিং স্মার্টফোন বিক্রেতার মুকুট এখন Apple এর মাথায়

দীর্ঘ ৬ বছর পর ভিভো -কে পরাজিত করে, ২০২১ সালের চতুর্থ কোয়ার্টারে চীনের টপ-সেলিং স্মার্টফোন বিক্রেতা হওয়ার শিরোপা ছিনিয়ে নিলো অ্যাপল। ফলে ঘরের মাঠে ভিন দেশি সংস্থার কাছে পরাজিত হয়ে, রীতিমতো কোণঠাসা অবস্থা এখন অন্যান্য চীনা টেক ব্র্যান্ডগুলির। জানা গেছে, ২০২১ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে চীনে অ্যাপলের স্মার্টফোন মার্কেট শেয়ার বৃদ্ধি পেয়ে ২৩% হয়ে গেছে, যা কিনা রেকর্ড স্বরূপ। পাশাপাশি, ইয়ার-অন-ইয়ার (YoY) পরিসংখ্যানের নিরিখে তৎকালীন সময়ে সংস্থাটির ‘ইউনিট সেলস ভলিউম’ ৩২% বেড়েছে, বলেও জানিয়েছে কাউন্টারপয়েন্ট। যদিও, এরপরও চীনে সংস্থাটির মোট স্মার্টফোন বিক্রির সূচক ৯% নিচে নেমে গেছে।

কাউন্টারপয়েন্ট বিশ্লেষক মেংমেং ঝাং (Mengmeng Zhang), হাই-এন্ড সেগমেন্টে অ্যাপলের প্রধান প্রতিদ্বন্দ্বী হুয়াওয়ের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব এবং ডিভাইসের প্রারম্ভিক মূল্য কম রাখাকে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন।

প্রসঙ্গত, আইফোন ৬ সিরিজ লঞ্চ হওয়া পর অর্থাৎ ২০১৫ সালের শেষার্ধে অ্যাপল, চীনের টপ স্মার্টফোন সেলার ব্র্যান্ড হিসাবে স্থান পেয়েছিল। তারপর, দীর্ঘ ৬ বছরের ফারাকে বেস্ট-সেলার হওয়া ‘ট্রফি’ পুনরায় ফিরে পেলো সংস্থাটি। মূলত, বড় ডিসপ্লে স্ক্রিন, শক্তিশালী প্রসেসর ও উন্নত ক্যামেরা থাকার কারণেই সিরিজটি তৎকালীন সময়ে চীন দেশে বিশেষ খ্যাতি অর্জন করেছিল।

২০২১ সালের চারটি কোয়ার্টারের মোট পরিসংখ্যান ধরা হলে, অ্যাপল সামগ্রিকভাবে ১৬% মার্কেট শেয়ারের সাথে চীনের তৃতীয় বেস্ট-সেলিং স্মার্টফোন ব্র্যান্ড হয়েছে। অন্যদিকে, বিবিকে ইলেক্ট্রনিক্স (BBK Electronics) অধীনস্ত ব্র্যান্ড ভিভো (Vivo) এবং অপ্পো (Oppo), যথাক্রমে ২২% এবং ২১% মার্কেট শেয়ারের সাথে প্রথম ও দ্বিতীয় স্থানে অবস্থান করেছে।

ইয়ার-অন-ইয়ার বা YoY গণনার ভিত্তিতে, অ্যাপলের ‘ইউনিট সেল’ ৪৭% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, হুয়াওয়ের ইউনিট প্রতি বিক্রয়কার্য ৬৮% -এ নেমে এসেছে। কাউন্টারপয়েন্টের রিপোর্ট অনুসারে, চীন ভিত্তিক সংস্থাটির সামগ্রিক স্মার্টফোন বিক্রি অন্যান্য বছরের তুলনায় ২% কমে গেছে।

টেক সমালোচক ফার্মগুলির মতে, দীর্ঘায়িত আপগ্রেড চক্র, অর্থাৎ দেশীয় ক্রেতাদের দেরিতে নতুন ডিভাইস ক্রয় করার প্রবণতা, চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলির সামগ্রিক বিক্রয়কার্যে যথেষ্ট প্রভাব ফেলছে। যার দরুন, সংস্থাগুলির মার্কেট শেয়ারের সূচক ব্যাপক ভাবে ওঠা-নামা করছে। এছাড়া, সাম্প্রতিক করোনা পরিস্থিতির জন্য বিশ্বব্যাপী চিপ ও কম্পোনেন্ট ঘাটতির কারণে সমগ্র ইলেক্ট্রনিক্স ইন্ডাস্ট্রি দারুন ভাবে বিপর্যস্ত হয়েছে। ফলাফল স্বরূপ, সমস্ত হার্ডওয়্যার নির্মাতাদের প্রাইজিং ও মারজিং প্রভাবিত হয়েছে।