বড় ব্যাটারির সাথে শীঘ্রই আসছে Samsung Galaxy M12, থাকবে এক্সিনস ৮৫০ প্রসেসর

Samsung Galaxy M12 লঞ্চ হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই এই ফোনকে গিকবেঞ্চ, আমেরিকার সার্টিফিকেশন সাইট FCC, ভারতীয় সার্টিফিকেশন সাইট BIS ও Wi-Fi এবং Bluetooth সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এবার স্যামসাং গ্যালাক্সি এম ১২ কে থাইল্যান্ডের ব্রডকাস্টিং কমিউনিকেশন কমিশন (NBTC) ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হল। যেখানে ফোনটির মডেল নম্বর আছে SM-M127F / DS । শেষে ডিএস এর অর্থ ফোনটিতে ডুয়েল সিম থাকবে।

Samsung Galaxy M12 কে দেখা গেল NBTC ওয়েবসাইটে

এনবিটিসি থেকে স্যামসাং গ্যালাক্সি এম১২ ফোনটির মডেল নম্বর ছাড়াও, এটি যে LTE ফোন হবে তাও নিশ্চিত হয়েছে। এরপাশাপাশি ফোনটি যে বাজেট রেঞ্জে আসবে তাও একপ্রকার নিশ্চিত। এর আগে FCC ওয়েবসাইট থেকে জানা গিয়েছিল Samsung Galaxy M12  ফোনে থাকবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। আবার এতে এক্সিনস ৮৫০ প্রসেসর, ৩ জিবি র‌্যাম ও অ্যান্ড্রয়েড ১১ ওএস দেখা যাবে।

BIS, Bluetooth SIG এবং Wi-Fi Alliance সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছিল, স্যামসাং গ্যালাক্সি এম১২ ২.৪ গিগাহার্টজ ওয়াইফাই সাপোর্ট, ব্লুটুথ ৫.০ সাপোর্ট ও অ্যান্ড্রয়েড ১১ সহ আসবে।

আবার ক্যাড রেন্ডার থেকে আমরা জানতে পেরেছিলাম এই ফোনে ৬.৫ ইঞ্চি ইনফিনিটি ভি নচ ডিসপ্লে থাকবে , আবার ফোনের পেছনে বর্গাকার কোয়াড ক্যামেরা মডিউল দেওয়া হবে। এর নিচে থাকবে এলইডি ফ্ল্যাশ। এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হবে সাইড মাউন্টেড।  Samsung Galaxy M12 কে কয়েকটি মার্কেটে Samsung Galaxy F12 নামে লঞ্চ করা হতে পারে।