ইলেকট্রিক স্কুটার 43,000 টাকা সস্তায় কিনুন, বিশাল ডিসকাউন্ট অফার নিয়ে এল Komaki

উৎসবের সবচেয়ে বড় ঢেউ পেরোলেও এখনও দীপাবলি বাকি। পার্বণের এই পর্বে ইলেকট্রিক স্কুটারে ডিসকাউন্টের বন্যা বইয়ে দিচ্ছে স্টার্টআপ থেকে শুরু করে বিভিন্ন বড় কোম্পানি। Ampere Electric ,Okaya EV ও Hop Electric Mobility-এর পর এবার কোমাকি (Komaki) ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার ঘোষণা করল। তাদের Komaki SE Dual ইলেকট্রিক স্কুটারে সিঙ্গেল ব্যাটারির দামে ডুয়াল ব্যাটারি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। সঙ্গে মিলবে ফ্রি চার্জারও। তবে এর জন্য ক্রেতাদের থেকে কোন বাড়তি অর্থ নেওয়া হবে না।

Komaki SE Dual স্কুটারে ফেস্টিভ অফার

সব মিলিয়ে ক্রেতারা ৪৩,০০০ টাকা বাঁচাতে পারবেন। দুটি ব্যাটারি মিলিয়ে স্কুটারটি সম্পূর্ণ চার্জে ২০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে বলে বলেছে কোমাকি। ক্রেতাদের জন্য উৎসব উপলক্ষ্যে Komaki SE Dual ইলেকট্রিক স্কুটারে দুটি নতুন কালার অপশন অফার করা হচ্ছে – চারকোল গ্রে এবং স্যাক্রামেন্টো গ্রীন। স্কুটারটির আপডেটেড ভার্সনের দাম ১.২৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

বাজারে Komaki SE Dual -এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Ola S1 Air, Ather 450S, TVS iQube, Bajaj Chetak ইত্যাদি। অফারের প্রসঙ্গে কোমাকি ইলেকট্রিকের ডিরেক্টর গুঞ্জন মালহোত্রা বলেন, “বেশি শক্তির জন্য শহরের রাস্তায় চলাচলের ক্ষেত্রে Komaki SE ইতিমধ্যেই রাইডারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। উৎসবের এই মরসুমে SE Dual-এর চাহিদা বাড়াতে উদ্যোগী আমরা।”

কোমাকি এই বছরের শুরুতে তাদের SE ইলেকট্রিক স্কুটার রেঞ্জে LifePO4 (LPF) ব্যাটারি আপডেট করেছে। আগুন প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে এই ব্যাটারির। যা সম্পূর্ণ চার্জ হতে চার থেকে পাঁচ ঘন্টা সময় নেয়। এতে ৩,০০০ ওয়াট হাব মোটর, এলইডি ইন্ডিকেটর সহ এলইডি ডিআরএল, কিলেস এন্ট্রি, পার্ক অ্যাসিস্ট, ক্রুজ কন্ট্রোল এবং রিভার্স অ্যাসিস্ট উপলব্ধ।

Komaki SE-তে ফিচার হিসেবে রয়েছে, নেভিগেশন ডিসপ্লে সহ টিএফটি স্ক্রিন, সাউন্ড সিস্টেম এবং রাইড টু ওয়্যার ফিচার। এতে তিনটি রাইডিং মোড অফার করা হয় – ইকো, স্পোর্ট এবং টার্বো। অ্যান্টি স্কিড টেকনোলজি ও দু’চাকায় ডিস্ক ব্রেক সমেত বেছে নেওয়া যায় স্কুটারটি।