650cc মডেলের ছড়াছড়ি, Royal Enfield পাঁচটি হাই-পারফরম্যান্স বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে

জনপ্রিয় রেট্রো বাইক নির্মাতা রয়্যাল এনফিল্ড এর আপকামিং মোটরসাইকেলের তালিকা দীর্ঘ। সবচেয়ে উল্লেখযোগ্য এর মধ্যে ৬৫০ সিসির প্লাটফর্মের উপর নির্মিত দুটি আলাদা মডেল। দেশের পাশাপাশি আন্তর্জাতিক মার্কেটেও এই দুটি মডেলের লঞ্চ করার প্রস্তুতি তুঙ্গে তাদের। দেশের আনাচে-কানাচে এই দুটি বাইকের টেস্টিং করার ছবি মাঝেমধ্যেই ধরা পড়ছে স্পাই ক্যামেরায়। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই দুটি বাইকের মধ্যে প্রথমটি ক্রুজার সেগমেন্টের Super Meteor 650 ও অন্যটি হলো Shotgun 650। আগামী মাসেই ইতালির মিলন শহরে অনুষ্ঠিত মোটরবাইক শো EICMA তে এই দুটি বাইকের প্রথম দর্শন মিলবে বলে মনে করা হচ্ছে।

এই সূত্র ধরে বলা ভালো চলতি বছরে রয়্যাল এনফিল্ডের অন্যতম জনপ্রিয় ইভেন্ট রাইডার ম্যানিয়া (Rider Mania) পুনরায় অনুষ্ঠিত হতে চলেছে। এই অনুষ্ঠানে অবশ্যই নতুন কোনো চমকের দৃষ্টান্ত স্থাপন করবে তারা। উপরের উল্লেখিত দুটি বাইকের মধ্যে অন্তত একটির দেখা মিলতে পারে এখানে। সুপার মিটিয়র ৬৫০ এর ডিজাইন হুবহু ক্রুজিং স্টাইলের ন্যায়। বাইকের পা রাখার জায়গাটি খানিকটা সামনে, সিটের উচ্চতা তুলনামূলক কম এবং উঁচু করা হ্যান্ডেল বার সমস্তই এই ধরনের ক্রুজিং স্টাইলের পরিচয় বহন করে।

অন্যদিকে SG650 এর ভাবনার উপর নির্মিত নতুন মডেলটিতে পা রাখার জায়গাটি বাইকের মাঝেই অবস্থিত এবং এক্ষেত্রেও হ্যান্ডেল বারটি খানিকটা উঁচুতে রয়েছে। এই বাইকটির ডিজাইনের মধ্যে রয়েছে টুইন একজস্ট পাইপ এবং ছোট ফ্রন্ট ও রিয়ার ফিল্ডার। বাইকটিতে স্পোর্টি ছোঁয়া দেওয়ার জন্য সম্পূর্ণ অংশটি কালো রঙের থিমের উপর নির্মিত।

সুপার মিটিয়ারের ক্ষেত্রেও বাইকটির রোড প্রেসেন্স ভরপুর রয়েছে। দুটি বাইকের ক্ষেত্রেই সামনে ইউএসডি ফর্ক এবং ট্রিপার নেভিগেশন সিস্টেম, স্লিপার ক্লাচ, ডুয়েল চ্যানেল এবিএস, এলইডি হেডলাইট ও টেইল লাইট দেওয়া হবে। এমনকি এই মডেল দুটি সংস্থার এগজিস্টিং ৬৫০ সিসি Interceptor ও Continental GT ব্যবহৃত টুইন ক্রেডেল চ্যাসিসের উন্নত সংস্করণের উপর নির্মিত।

এর পাশাপাশি কয়েক দিনের মধ্যেই আসতে চলেছে Interceptor ও Continental GT এর নতুন ভার্সন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে স্পোক যুক্ত টিউব টায়ারের পরিবর্তে টিউবলেস টায়ারের ব্যবহার। এছাড়াও নতুন ধরনের গোল আকৃতির হেডল্যাম্প, অ্যালয় হুইল ও গ্রিপার টায়ার সমস্ত কিছুই থাকবে এতে। চেন্নাই কেন্দ্রিক এই সংস্থা Continental GT 650 মডেলটির একটি ফুল ফেয়ারিং কিংবা সেমি-ফেয়ার্ড সংস্করণ আনার ব্যাপারেও পরিকল্পনা করেছে। সম্প্রতি স্পাই ক্যামেরায় ধরা পড়া ছবি থেকে তেমনই মনে করা হচ্ছে।

অন্যদিকে, আগে রয়্যাল এনফিল্ড এর একটি ৬৫০ সিসির স্ক্র্যাম্বলার মডেলের টেস্টিং করার ছবি ধরা পড়েছে। এই বাইকে রয়েছে টু-ইন ওয়ান একজস্ট পাইপ, সামনে ইউএসডি ফর্ক, পিছনে হাইড্রোলিক শক অ্যাবজর্ভার, স্পোক যুক্ত চাকা ইত্যাদি। অদূর ভবিষ্যতে এই মডেলটিও আনতে চলেছে রয়্যাল এনফিল্ড। অর্থাৎ, একসাথে মোট পাঁচটি ৬৫০ সিসি মোটরসাইকেলের উপর কাজ করছে তারা।