MI vs RCB: রোহিত নাকি কোহলি, কার ভাগ্যে জুটবে আজ চতুর্থ হার, জানুন কেমন হতে চলেছে দুই দলের একাদশ

বেঙ্গালুরু চলমান আইপিএলে ৫ ম্যাচের মধ্যে মাত্র ১ টি ম্যাচে পাঞ্জাব কিংসকে হারাতে সক্ষম হয়েছে। দলের হয়ে একমাত্র বিরাট কোহলি ব্যাট হাতে দুরন্ত ফর্মে আছেন।

মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Mumbai Indians vs Royal Challengers Bengaluru match pitch report) আইপিএলের অন্যতম জনপ্রিয় দুই দল। আজ চলমান টুর্নামেন্টে মুম্বাই এবং বেঙ্গালুরু একে অপরের বিপক্ষে মাঠে নামতে চলেছে। বেঙ্গালুরু ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে এখন অনেকটাই পিছিয়ে আছে। অন্যদিকে মুম্বাই শেষ ম্যাচে দুরন্ত জয় পাওয়ার পর অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। এবার দেখে নেওয়া যাক আজকের ম্যাচের দলগুলির সম্ভাব্য একাদশ এবং পিচ রিপোর্ট কী বলছে।

এই বছর আইপিএলে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হওয়ার পর এই দলের দিকে ক্রিকেটপ্রেমীদের বিশেষ নজর ছিল। তবে ধারাবাহিকভাবে ৩ ম্যাচে হারের সম্মুখীন হয়ে হার্দিক সমর্থকদের হতাশ করেন। কিন্তু হাল ছাড়েননি তিনি, শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ২৯ রানে হারানোর পর মুম্বাই এখন অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। অন্যদিকে বেঙ্গালুরু চলমান আইপিএলে ৫ ম্যাচের মধ্যে মাত্র ১ টি ম্যাচে পাঞ্জাব কিংসকে হারাতে সক্ষম হয়েছে। দলের হয়ে একমাত্র বিরাট কোহলি ব্যাট হাতে দুরন্ত ফর্মে আছেন। তিনি ৫ ম্যাচে ৩১৬ রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছেন।

আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচটি সন্ধ্যা ৭:৩০ থেকে শুরু হবে।

মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ (Mumbai Indians predicted playing XI):

রোহিত শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, হার্দিক পান্ডিয়া, রোমারিও শেফার্ড, মহাম্মদ নবী, জেরাল্ড কোয়েটজি, পীযূষ চাওলা, জাসপ্রিত বুমরাহ।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ (Royal Challengers Bengaluru predicted playing XI):

ফাফ ডুপ্লেসিস, বিরাট কোহলি, রজত পতিদার, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, অনুজ রাওয়াত, দিনেশ কার্তিক, মহিপাল লোম্রর, মায়াঙ্ক ডাগর, রিস টপলে, মহাম্মদ সিরাজ।

মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের পিচ রিপোর্ট (Mumbai Indians vs Royal Challengers Bengaluru match pitch report):

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ব্যাটসম্যানদের বিশেষ সুবিধা দিয়ে থাকে। সাধারণত এই পিচে উচ্চ স্কোরবোর্ড যুক্ত ম্যাচ দেখতে পাওয়া যায়। বোলারদের মধ্যে স্পিনারদের থেকে পেসাররা কিছুটা বেশি সুবিধা পাবেন। যে অধিনায়ক টস জিতবেন তিনি প্রথমে বল করতে চাইবেন কারণ এই পিচে রান তাড়া করা সহজ। এছাড়াও ছোটো সীমানা এবং একটি দ্রুত আউটফিল্ড সহ আরও একটি উচ্চ স্কোরিং ম্যাচের প্রত্যাশা করা হচ্ছে। অন্যদিকে বিকেলে গরম থাকলেও মুম্বাইয়ে সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকবে।