Realme 12+ নামে নতুন 5G ফোন আসছে, থাকবে শক্তিশালী ব্যাটারি ও ফাস্ট চার্জিং

Realme 12 Pro সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে এই মাসের শেষে ভারতে লঞ্চ হতে চলেছে৷ Realme 12 Pro এবং Realme 12 Pro+ আগামী ২৯ জানুয়ারি এদেশের বাজারে পা রাখবে। কিন্তু সাম্প্রতিক একটি রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, Pro-এর পাশাপাশি এই সিরিজে নন-প্রো অর্থাৎ স্ট্যান্ডার্ড মডেলও অন্তর্ভুক্ত থাকবে। Realme 12+ 5G নামে সেই ফোনটি শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দিয়ে সংযুক্ত আরব আমিরশাহীর টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন সাইটে হাজির হয়েছে।

Realme 12+ 5G হাজির হয়েছে TDRA-এর ডেটাবেসে

RMX3867 মডেল নম্বর সহ রিয়েলমি ১২প্লাস-কে টিডিআরএ সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে, যা নির্দেশ করে যে সংযুক্ত আরব আমিরশাহীর বাজারে ফোনটির লঞ্চ আসন্ন। তবে, এর বেশি কিছু এই লিস্টিং থেকে জানা যায়নি। প্রসঙ্গত, রিয়েলমি ১২প্লাস ৫জি মডেলটি গত সপ্তাহে থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছিল।

এছাড়াও, ডিভাইসটি চলতি মাসের আগেও একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে। যার মধ্যে রয়েছে মালয়েশিয়ার এসআইআরআইএম (SIRIM), ইন্দোনেশিয়ার টিকেডিএন (TKDN), এসডিপিপিআই (SDPPI), মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) এবং ক্যামেরাভি৫ (CameraV5)।

উল্লেখযোগ্যভাবে, RMX3866 মডেল নম্বর সহ একটি নতুন রিয়েলমি স্মার্টফোন সম্প্রতি চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্ম দ্বারা অনুমোদিত হয়েছে। যেখানে প্রকাশ করা হয়েছে, ফোনটি ৬৭ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া, এফসিসি থেকে জানা গেছে যে, Realme 12+ অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫ কাস্টম স্কিনে চলবে। এটি ডুয়েল সিম এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) সহ 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। এফসিসি ডকুমেন্টে শেয়ার করা ছবিটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ একটি ডিভাইস প্রদর্শন করেছে।