Samsung এর অন্যতম সস্তা মোবাইল ফোনে 2023 এর আগেই আসল Android 13 আপডেট

দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং এ বছর শেষ হওয়ার পূর্বেই তাদের প্রচুর স্মার্টফোনের অপারেটিং সিস্টেম Android 13 ভার্সনে আপগ্রেড করেছে। সংস্থাটি যে দ্রুত গতিতে এই কাজ সম্পন্ন করেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। ২০২২-এর অন্তিম লগ্নে এবার সেই তালিকায় যুক্ত হয়েছে Samsung Galaxy A04s এর নাম।

এই মোবাইল ফোনটি সংস্থার সবচেয়ে সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেটগুলির মধ্যে অন্যতম এবং লঞ্চ হয়েছে কয়েক মাস আগে। বাজারে আসার সময় এতে Android 12 প্রি-ইনস্টলড ছিল। এখন এতে A047MUBU1BVK5 ফার্মওয়্যার ভার্সনের সঙ্গে Android 13 অপারেটিং সিস্টেম আপডেট এসেছে। যা এই মুহূর্তে পানামাতে উপলব্ধ৷ তবে খুব শীঘ্রই অন্যান্য দেশেও সেটি মুক্তি পাবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, কমদামী স্মার্টফোন হওয়ার কারণে Galaxy A04s মডেলে নর্মাল ভার্সনের বদলে One UI Core 5.0 কাস্টম স্কিন পেয়েছে। আসলে হার্ডওয়্যার অনুপযুক্ত হওয়ার ফলে এটি Android 13 এর অনেক ফিচার সাপোর্ট করবে না, তাই এমন উদ্যোগ। এর সঙ্গে নভেম্বর মাসের সিকিউরিটি প্যাচ যুক্ত করেছে স্যামসাং।

স্পেসিফিকেশন ও ফিচার্সের প্রসঙ্গে এলে, এই স্মার্টফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি ইঞ্চি ডিসপ্লে, এক্সিনস ৮৫০ প্রসেসর, ৪ জিবি + ১২৮ জিবি স্টোরেজ, ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।