বিগ ব্যাটারির সঙ্গে নতুন ফোন লঞ্চ করবে Motorola, এই প্রথম ছবি-স্পেসিফিকেশন প্রকাশ্যে

মোটোরোলা বর্তমানে ২০২১ সালের নভেম্বর মাসে লঞ্চ হওয়া Moto G Power 2022-এর উত্তরসূরি মডেল লঞ্চের পরিকল্পনা করছে। যা Moto G Power 2023 নামে আত্মপ্রকাশ করবে। আর এখন এই আপকামিং মোটো স্মার্টফোনটির ছবি নেটমাধ্যমে ফাঁস হয়েছে। যা রিয়ার এবং ফ্রন্ট- উভয় দিকের ডিজাইনই প্রকাশ্যে এনেছে ।

Moto G Power 2023 এর ডিজাইন প্রকাশ

মাইস্মার্টপ্রাইস এবং জনপ্রিয় টিপস্টার অনলিক্স যৌথভাবে মোটো জি পাওয়ার ২০২৩-এর রেন্ডারগুলি শেয়ার করেছে। ফোনটির ডিসপ্লের ওপরের মধ্যবর্তী স্থানে ফ্রন্ট ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে এবং এর নীচের বেজেলটি বাকি তিনদিকের তুলনায় পুরু হবে।

ডিভাইসটির ডানদিকে দুটি বাটন সহ স্লিম ফর্ম ফ্যাক্টর পরিলক্ষিত হবে৷ আর মোটো জি পাওয়ার ২০২৩-এর রিয়ার প্যানেলে তিনটি সেন্সর সহ বর্গাকার ক্যামেরা মডিউল অবস্থান করবে। ডিভাইসটির পরিমাপ হবে ১৬৩.১ x ৭৪.৮ x ৮.৪ মিলিমিটার (রিয়ার ক্যামেরা বাম্পের কাছে ফোনটির পুরুত্ব ১০ মিলিমিটার হতে পারে)।

এছাড়াও জানা গেছে যে, মোটো জি পাওয়ার ২০২৩-এ ৬.৫ ইঞ্চির ডিসপ্লে থাকবে, তবে এর স্ক্রিন রেজোলিউশন এবং রিফ্রেশ রেট আপাতত অজানা। রেন্ডারগুলিতে হ্যান্ডসেটটির নীচের অংশে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি চার্জিং পোর্ট এবং একটি স্পিকার গ্রিল দেখা গেছে। ভলিউম রকার এবং পাওয়ার বাটনটি মোটো জি পাওয়ার ২০২৩-এর ডানদিকে উপস্থিত থাকবে। আর পাওয়ার বাটনে নিরাপত্তার জন্য একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও এম্বেড করা থাকতে পারে।

যেহেতু, এই মোটো জি-সিরিজের নতুন ফোনটির রেন্ডারগুলি অনলাইনে উপস্থিত হয়েছে, তাই মনে করা হচ্ছে এটির লঞ্চের জন্য খুব বেশি সময় বাকি নেই। তবে এখনও এর স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ্যে আসেনি। তাই চলুন এটি কি কি অফার করতে পারে সে সম্পর্কে ধারণা পেতে, পূর্বসূরি মোটো জি পাওয়ার ২০২২-এর স্পেসিফিকেশনগুলির ওপর একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

Moto G Power 2022 স্পেসিফিকেশন

২০২১-এর নভেম্বরে আত্মপ্রকাশ করা Moto G Power 2022-এ ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৩৭ চিপসেট দ্বারা চালিত, যা ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি/১২৮ জিবি স্টোরেজের সাথে যুক্ত রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Moto G Power 2022-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের সহায়ক লেন্স সহ ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে৷ সেলফি তোলার জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Moto G Power 2022 স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। এছাড়া নিরাপত্তার জন্য, এতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অন্তর্ভুক্ত রয়েছে।