Mahindra XUV3XO: এপ্রিলেই নতুন SUV আনছে মাহিন্দ্রা, ফিচার্সে চোখ ধাঁধিয়ে যাবে

Mahindra XUV3XO: 2024 শুরু হওয়ার পর থেকে সেভাবে বড়সড়ো কোন লঞ্চ নিয়ে হাজির হয়নি মাহিন্দ্রা (Mahindra)। তবে এবারে সে পথেই পা বাড়াচ্ছে সংস্থা। একটি নতুন এসইউভি (SUV) গাড়ির টিজার ভিডিও প্রকাশ করেছে তারা। যা আগামী 29 এপ্রিল লঞ্চ হবে দেশে। গাড়িটির নাম Mahindra XUV3X0। জানিয়ে রাখি, এটি আদতে XUV300-এর ফেসলিফ্ট ভার্সন। Thar 5-door ভার্সনের সাথেই দীর্ঘদিন ধরে যার টেস্টিং চালাচ্ছে সংস্থা।

Mahindra XUV3X0 ভারতে 29 এপ্রিল লঞ্চ হচ্ছে

ভারতের বাজারে আসন্ন Mahindra XUV3X0-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রয়েছে – সদ্য লঞ্চ হওয়া Toyota Urban Cruiser Taisor, Hyundai Verna, Tata Nexon ও Maruti Brezza। টিজার ভিডিওতে দেখা গেছে, XUV3X0 পেতে চলেছে একটি নতুন ডিজাইনের গ্রিল, নতুন এলইডি ডিআরএল এবং হেডলাইট ইউনিট। পেছনে থাকতে কানেক্টেড টেললাইট। ভিডিওতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, মাহিন্দ্রার নয়া ভার্সনের গাড়িটি ভেন্টিলেটেড সিট, প্রিমিয়াম সাউন্ড ও ভিন্ন স্টাইলের অ্যালয় সমেত হাজির হবে।

সবচেয়ে বড় চমক হিসেবে Mahindra XUV3X0 পেতে চলেছে সানরুফ। লঞ্চের পর থেকে যা এই প্রথম। গাড়িটির অন্দরমহলের বৈশিষ্ট্যের প্রসঙ্গে বললে, এতে দেখা মিলবে বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেমের, যা সম্ভবত Scorpio N ও XUV700-এ উপস্থিত। আবার ড্রাইভার ডিসপ্লে’তে দেওয়া হয়েছে আপডেট। অন্যান্য ফিচার্স হিসেবে থাকছে ওয়্যারলেস চার্জার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, নতুন আপহোলস্টেরি ইত্যাদি।

মাহিন্দ্রার তরফে সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে XUV3X0-এর কিছু সেফটি ফিচার্সের বিষয়ে নিশ্চিত করা হয়েছে। যেমন এতে উপলব্ধ থাকবে সাতটি এয়ারব্যাগ, প্রতিটি চাকায় ডিস্ক ব্রেক, উভয়দিকে পার্কিং সেন্সর, শিশু যাত্রীদের জন্য ISOFIX সিট মাউন্ট, ইবিডি সহ এবিএস, হিল হোল্ড অ্যাসিস্ট এবং থ্রি পয়েন্ট সিট বেল্ট।

উপরিউক্ত পরিবর্তন ছাড়া XUV3X0-এর ইঞ্জিন ও গিয়ারবক্সে বদল ঘটাচ্ছে না মাহিন্দ্রা। আগের মতই গাড়িটি দুটি টার্বোচার্জড পেট্রল ইঞ্জিন এবং একটি ডিজেল ইঞ্জিনে অফার করা হবে। 1.2 লিটার টার্বো চার্জড পেট্রোল মোটর থেকে উৎপন্ন হবে 108 বিএইচপি ক্ষমতা এবং 200 এনএম টর্ক। 1.2 লিটার GDi টার্বো ইঞ্জিন থেকে পাওয়া যাবে 230 বিএইচপি এবং 250 এনএম। আবার 1.5 লিটার ডিজেল ইঞ্জিনের আউটপুট 115 বিএইচপি এবং 300 এনএম।