ক্যামেরা সহ ফোনের একাধিক সমস্যার সমাধান, OnePlus Nord CE 3 Lite 5G ফোনে এল দরকারি আপডেট

ক্যামেরা সহ ফোনের একাধিক সমস্যার সমাধান, OnePlus Nord CE 3 Lite 5G ফোনে এল দরকারি আপডেট।

লো-মিড রেঞ্জে আসা OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোনটি লঞ্চ পরবর্তী সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। মূলত কম দামে একাধিক কার্যকরী ফিচার অফার করায় ডিভাইসটি বিশেষ প্রসংশিত হয়েছিল। কিন্তু বিগত কয়েক মাস ধরে এই হ্যান্ডসেটের ব্যবহারকারীরা একাধিক সফ্টওয়্যার সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ার অভিযোগ জানাচ্ছিল। যার পরিপ্রেক্ষিতে সংস্থাটি গত মাসে একটি সফ্টওয়্যার আপডেট রিলিজ করে। এর মাধ্যমে ব্ল্যাক স্ক্রিন ইস্যু, টাইম-ল্যাপস মোডে ভিডিও রেকর্ডিং করতে না পারা সহ অন্যান্য সমস্যার সমাধান করা হয়।

যদিও পরবর্তীতে দেখা যায় প্রত্যেকটি সমস্যার সমাধান এখনও হয়নি। এমনকি নতুন করে অতিরিক্ত কয়েকটি বাগ খুঁজে পাওয়া যায়। ফলে OnePlus এখন তাদের Nord CE 3 Lite 5G হ্যান্ডসেটের জন্য নয়া OxygenOS 14.0.0.302 আপডেট নিয়ে এসেছে, যা মোট 9টি বাগ সংশোধন করবে বলে দাবি করা হয়েছে। আবার অধিক নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যে এই আপডেটের সাথে মার্চ মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচও অন্তর্ভুক্ত করা হয়েছে। নীচের সম্পূর্ণ চেঞ্জলগ দেওয়া হল।

OnePlus Nord CE 3 Lite 5G ফোনে আসা OxygenOS 14.0.0.302 আপডেটের চেঞ্জলগ

সিস্টেম –

  • ভিডিও দেখার সময়ে স্ক্রলিং স্ক্রিনশট নেওয়ার সময়ে স্ক্রিন কালো হয়ে যাওয়ার সমস্যা সমাধান করা হয়েছে।
  • ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করে ডিভাইস আনলক করার সময় দেখা দেওয়া ব্ল্যাক স্ক্রিন ইস্যু সমাধান করা হয়েছে।
  • লক স্ক্রিনে আসা নোটিফিকেশনে ট্যাপ করতেই স্ক্রীন কালো হয়ে যাওয়ার সময় ঠিক করা হয়েছে৷
  • থার্ড-পার্টি মিউজিক প্লেয়ারের প্রতিক্রিয়া না দেওয়ার সমস্যা সমাধান করা হয়েছে।
  • গেমিং অভিজ্ঞতা উন্নত করা হয়েছে।
  • সিস্টেমের নিরাপত্তা বাড়াতে মার্চ 2024 অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিউনিকেশন

  • ওয়াই-ফাই সংযোগের স্থায়িত্ব উন্নত করা হয়েছে।
  • থ্রী-ওয়ে কল কাটার ক্ষেত্রে দেখা দেওয়া সমস্যার সমাধান করা হয়েছে।
  • ডিভাইস রিস্টার্ট করে রোমিং বিকল্প এনাবল করার পরও ডেটা রোমিং অ্যালার্ট না আসার সমস্যা ঠিক করা হয়েছে৷
  • ডিভাইসে ইনকামিং কল আসলে রিং না হওয়ার সমস্যার সমাধান করা হয়েছে।
  • ইনকামিং কল নোটিফিকেশন ব্যানার এবং ফুল স্ক্রিন উভয় জায়গাতেই প্রদর্শিত হচ্ছিলো, যা সমাধান করা হয়েছে।

ক্যামেরা –

  • ওয়াটারমার্ক এনাবল থাকা অবস্থায় টাইম-ল্যাপস মোডে ভিডিও রেকর্ড করতে না পারার সমস্যা সমাধান করা হয়েছে।

সংস্থাটি পর্যায়ক্রমে নয়া ওএস আপডেট রোলআউট করছে। যেসকল OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোন ব্যবহারকারীরা এখনো এই ‘ওভার-দ্য-এয়ার’ (OTA) আপডেটের নোটিফিকেশন পাননি, তারা ডিভাইসের সেটিংস অপশনে গিয়ে ‘অ্যাবাউট ডিভাইস’ বিকল্পটি চয়ন করুন। এবার ‘অক্সিজেন ওএস’ সেকশনে চলে যান। এখানে আপডেটের উপলব্ধতা ম্যানুয়ালি চেক করা যাবে‌ – (Settings > About device > OxygenOS)।