Redmi A3: আমআদমির জন্য নতুন ফোন আনছে রেডমি, এত সস্তা যে সবাই কিনবে

রেডমি (Redmi) তাদের A-সিরিজের অধীনে মূলত আমজনতার জন্য সস্তায় এন্ট্রি-লেভেল স্মার্টফোন লঞ্চ করে থাকে। গত বছর চীনা ব্র্যান্ডটি Redmi A2 লাইনআপ বাজারে এনেছিল। এ বছর তারা Redmi A3 সিরিজের লঞ্চের জন্য প্রস্তুতি শুরু করেছে। আসন্ন A-ব্র্যান্ডিংয়ের ফোনটি ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। আর এখন Redmi A3 সংযুক্ত আরব আমিরাশাহীর টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়ে খুব শীঘ্রই লঞ্চের দিকে ইঙ্গিত করেছে।

Redmi A3 পেল TDRA-এর অনুমোদন

23129RN51X মডেল নম্বর সহ রেডমি এ৩ সংযুক্ত আরব আমিরাশাহীর টিডিআরএ সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। ইতিমধ্যেই, হ্যান্ডসেটটি থাইল্যান্ডের এনবিটিসি (NBTC), সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA), ইন্দোনেশিয়ার টিকেডিএন (TKDN) এবং এসডিপিপিআই (SDPPI) এবং ইউরোপের ইইসি (EEC)-এর মতো বিভিন্ন মার্কেটে অনুমোদন লাভ করেছে।

জানিয়ে রাখি, 23129RN51H মডেল নম্বর সহ রেডমি এ৩-এর ভারতীয় সংস্করণটি গত ডিসেম্বরে এদেশের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর ছাড়পত্র লাভ করেছে। তবে, ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। তবে নাম নির্দেশ করে যে এটি রেডমি এ২-এর উত্তরসূরি হবে, যা গত বছর মার্চ মাসে লঞ্চ হয়েছিল। তাই, সম্ভবত রেডমি এ৩-ও এই বছরের প্রথম ত্রৈমাসিকে আত্মপ্রকাশ করতে পারে। এটি কি কি অফার করতে পারে, তার খানিকটা ধারণা পেতে আসুন পূর্বসূরি মডেলটির স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।

Redmi A2-এর স্পেসিফিকেশন ও দাম

Redmi A2-এ ৬.৫২ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যার ওপরে ওয়াটারড্রপ-নচ ডিজাইন দেখা যায়। স্ক্রিনটি এইচডি+ রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে৷ ডিভাইসটি MediaTek Helio G36 চিপসেট দ্বারা চালিত, যা ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের সাথে যুক্ত।

ফটোগ্রাফির জন্য, Redmi A2-এর রিয়ার প্যানেলে ৮ মেগাপিক্সেল ডুয়েল-ক্যামেরা সিস্টেম রয়েছে। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Redmi A2 শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা একটি মাইক্রোইউএসবি পোর্টের মাধ্যমে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

এই রেডমি ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশনে চলে এবং অতিরিক্ত স্টোরেজের জন্য এতে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও অন্তর্ভুক্ত রয়েছে। Redmi A2 অ্যাকোয়া ব্লু, ক্লাসিক ব্ল্যাক এবং সি গ্রিন-এর মতো একাধিক কালার অপশনে পাওয়া যায়৷ ভারতে ডিভাইসটির প্রারম্ভিক মূল্য মাত্র ৫,২৯৯ টাকা।