পণ্য পরিবহনে বৈদ্যুতিক যানবাহন ব্যবহার করবে FedEX Express, ভারতের এই শহরে ট্রায়াল চালু

২০৪০ সালের মধ্যে ফেডএক্স (FedEx) তাদের কার্বন নির্গমনের পরিমাণ নেট জিরো বা শূণ্যতে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা স্থির করেছে। সেই লক্ষ্যপূরণে এবার সংস্থাটি ভারতে আন্তঃনগর জিনিসপত্র পরিবহনে বৈদ্যুতিক যানবাহন বা ইভি (ইলেকট্রিক ভেহিকলস)-র ট্রায়াল চালুর ঘোষণা করেছে।

বিভিন্ন শহরের মধ্যে পণ্যের আসা যাওয়ার মাধ্যম হিসেবে বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন ই-কমার্স এবং লজিস্টিক সংস্থা। কিছু অনলাইন সেলার ইতিমধ্যেই পণ্য পরিবহণে ইভি ব্যবহার শুরু করেছে। এবার সেই পথ অনুসরণ করল ফেডএক্স।

ভারতের টিয়ার ১ শহরগুলির মধ্যে ইলেকট্রিক ভেহিকেলের ট্রায়ালের জন্য বেঙ্গালুরুকে নির্বাচন করেছে তারা। পরীক্ষামূলক ভাবে সেখানে এক মাস বিদ্যুতে চলা গাড়ি ব্যবহার করা হবে। সুযোগ-সুবিধা, সীমাবদ্ধতার বিষয়গুলি বিশ্লেষণ করবে সংস্থাটি।

ফেডএক্স-এর এগজিস্টিং ভেহিকেলগুলি ধাপে ধাপে বিদ্যুতচালিত করা হবে। ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে ফেডএক্স এক্সপ্রেস-এর নতুন কেনা গাড়িগুলি প্রতিটি ব্যাটারিতে চলবে। আর ২০২৫ সালের মধ্যে নতুন কেনা ১০০টি গাড়ির মধ্যে পঞ্চাশটি হবে বিদ্যুৎচালিত।