3D AI DP: সোশ্যাল মিডিয়ায় চলছে পুতুলের মতো প্রোফাইল ফটোর ট্রেন্ড, কীভাবে বানাবেন

WhatsApp থেকে Facebook, Instagram – সর্বত্রই চলছে পুতুল পুতুল ডিপি দেওয়ার খেলা। এমন 3D AI ছবি বানাতে চাইছেন? কী করতে হবে জেনে নিন...

ইন্টারনেট-নির্ভর এই যুগে সকলেই এক অন্য পৃথিবীর বাসিন্দা হয়ে উঠেছেন। আট থেকে আশি বয়েস, পুরুষ থেকে নারী – অধিকাংশেরই এখন জীবনে বড় একটা জায়গা করে নিয়েছে Facebook, Instagram, WhatsApp-এর মতো প্ল্যাটফর্মগুলি। এক্ষেত্রে মাঝেমাঝেই এই নেটিজেনদের মধ্যে এক-একরকম জিনিসের ঝোঁক লক্ষ্য করা যায়, যা সোশ্যাল মিডিয়া ট্রেন্ড নামে সবাইকে মাতিয়ে রাখে। গত ২০২৩ বছরেও আমরা প্রায় প্রতিমাসেই কোনো না কোনো ট্রেন্ড ভাইরাল হতে দেখেছি। তবে এখন মানে এই জানুয়ারিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে এমন ট্রেন্ড শুরু হয়েছে, যা দেখে মনে হচ্ছে নেটিজেনরা বোধহয় এবার পুতুল খেলায় মেতেছেন। আসলে বিগত কয়েকদিনে Facebook বা Instagram তো বটেই, পাশাপাশি ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-এর প্রোফাইল ফটোর জায়গায় সেই প্ল্যাটফর্মের ব্যাকগ্রাউন্ড-নাম, নিজের নামসহ 3D প্রতিকৃতি ব্যবহার করছেন অনেকেই। এই নতুন ডিপি (DP) দেখতে ইউজারদের নিজস্ব পুতুলের মতোই লাগছে। কিন্তু এইসব কী করে হচ্ছে সে বিষয়টি যদি আপনি না জেনে থাকেন বা আপনিও এইরকম ভাইরাল প্রোফাইল পিকচার বানাতে চান, তাহলে আমাদের এই প্রতিবেদনে আপনি সব উত্তর পেয়ে যাবেন। আর আপনাকে নিতে হবে AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য।

নয়া সোশ্যাল মিডিয়া ফটোর ট্রেন্ডে মাতিয়েছে Microsoft Bing

আসলে এই নতুন সোশ্যাল মিডিয়া প্রোফাইল ফটোর ট্রেন্ডটি মাইক্রোসফ্ট (Microsoft)-এর এআই (AI) বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সার্ভিস বিং (Bing)-এর হাত ধরে শুরু হচ্ছে। বিং-এর একটি ইমেজ ক্রিয়েটর ফিচারকে কাজে লাগিয়ে আপনি নিজের ভাবনা মতো ৩ডি ছবি বানাতে পারবেন তাও আবার কোনো অ্যাপ ডাউনলোড না করেই। এক্ষেত্রে আপনাকে শুধু নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে কেমন ফটো বানাতে চান তা কমান্ড করতে হবে, ব্যস বাকিটা সামলে নেবে মাইক্রোসফ্ট বিং-এর এআই টুল। আসুন, এই ফটো বানানোর গোটা প্রক্রিয়াটি ধাপে ধাপে জেনে নিই।

Create Viral 3D AI Social Media Images
Microsoft Bing-এর ইমেজ ক্রিয়েটর

AI দিয়ে এভাবে বানান নিজের সোশ্যাল মিডিয়া 3D প্রোফাইল ফটো

১. ভাইরাল ৩ডি সোশ্যাল মিডিয়া প্রোফাইল পিকচার বানাতে প্রথমে গুগল (Google) থেকে ‘Bing AI image creator’ লিখে সার্চ করুন অথবা https://www.bing.com/images/create অপশনে যান।

২. আপনার যদি ইতিমধ্যেই মাইক্রোসফ্ট অ্যাকাউন্ট থাকে তাহলে সেটি ওয়েবসাইটে লগইন করুন। নাহলে নিজের ফোন নম্বর বা ইমেইল আইডি ব্যবহার করে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন এবং সাইন ইন করুন।

৩. একবার সাইন ইন হলে স্ক্রিনে একটি কমেন্ট বক্স উপস্থিত হবে যেখানে আপনাকে নিজের ফটো সম্পর্কিত ভাবনা প্রম্পট আকারে লিখতে হবে। যেমন – “Create a 3D illustration of an animated character of a cute girl seat on top of a social media logo “WhatsApp”…”

৪. এক্ষেত্রে প্রম্পট হিসেবে আপনি “Create a 3D illustration of an animated character of a cute girl posing victory beside of a social media logo “WhatsApp”. The character must wear watch, kurti, jeans and sandals. The background of the character is mockup of his WhatsApp profile page with a profile name “(নিজের ইচ্ছেমতো নাম)” and a profile picture same as character.” – বার্তাটি লিখতে পারেন। এখানে আপনি নিজের মতো প্রতিকৃতির আদল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নাম ইত্যাদি কাস্টমাইজ করতে পারবেন।

৫. প্রম্পট লেখার পর পরবর্তী ধাপে চেকবক্সের নিচে প্রদত্ত ‘Create’ অপশন ক্লিক করতে হবে। এতে কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যাবে আপনার প্রত্যাশিত ছবি।