Vivo S15, Vivo S15 Pro শীঘ্রই বাজারে আসছে, 5G কানেক্টিভিটি সহ থাকবে পাওয়ারফুল প্রসেসর

স্মার্টফোন নির্মাতা ভিভো শীঘ্রই বাজারে তাদের একাধিক নতুন ডিভাইস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তারমধ্যে চলতি মাসের শেষের দিকেই Vivo X80 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি এবং আগামী মাসে অর্থাৎ মে-তে Vivo T1 Pro স্মার্টফোনটি আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। এখন আবার Vivo S15 এবং S15 Pro নামের দুটি ফোনকে চীনের TENAA সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছে, যা এই ডিভাইসগুলির আসন্ন লঞ্চের দিকেই ইঙ্গিত করছে। এছাড়া, সাইটের তালিকাটি Vivo S15 এবং S15 Pro-এর বেশ কয়েকটি প্রধান স্পেসিফিকেশনও প্রকাশ করেছে।

Vivo S15 Pro, S15 পেল TENAA সার্টিফিকেশন সাইটের অনুমোদন

মাইস্মার্টপ্রাইস-এর রিপোর্ট অনুযায়ী, V2199A মডেল নম্বর সহ ভিভো এস১৫ এবং V2203A মডেল নম্বর সহ ভিভো এস১৫ প্রো ফোন দুটি সম্প্রতি টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। তালিকাটি প্রকাশ করে যে, এস১৫ এবং এস১৫ প্রো উভয়ই মডেলই ৫জি কানেক্টিভিটি সাপোর্ট সহ আসবে। প্রো মডেলে ৬.৬২ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যা সম্ভবত হাই রিফ্রেশ রেট সমৃদ্ধ একটি অ্যামোলেড (AMOLED) প্যানেল হবে। তালিকাটি আরও প্রকাশ করে যে, এই স্মার্টফোনে একটি ৪,৪০০ এমএএইচ ব্যাটারি থাকবে, এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম চলবে, এবং হ্যান্ডসেটটির পরিমাপ হবে ১৬১.০৯ x ৭৪.৩১ x ৭.৯৯ মিলিমিটার।

অন্যদিকে, ভিভো এস১৫-এ ৬.৬২ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে, এটিও প্রো মডেলের মতো হাই রিফ্রেশ রেটের অ্যামোলেড (AMOLED) প্যানেল হতে পারে। এই ডিভাইসে পাওয়ার ব্যাকআপের জন্য তুলনামূলক বড় আকারের ৪,৫৮০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। আসন্ন হ্যান্ডসেটটির পরিমাপ ১৬৩ x ৭৬.১৬ x ৮.৫৪ মিলিমিটার হবে। ভিভো এস১৫-ও অ্যান্ড্রয়েড ১২-এ রান করবে।

ভিভো এস১৫ এবং এস১৫ প্রো- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Vivo S15 & S15 Pro Expected Specifications)

এর আগে জানা গিয়েছে, Vivo S15 কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে ১২ জিবি র‍্যাম পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য, এটিতে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকতে পারে, যা একটি ১২/১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরার সাথে যুক্ত থাকতে পারে।

আবার শোনা যাচ্ছে, Vivo S15 Pro মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ চিপসেট এবং কার্ভড এজ ডিসপ্লে সহ আসবে। এছাড়া, এই দুটি ফোনেই একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি আইআর (IR) ব্লাস্টার, একটি লিনিয়ার মোটর এবং এনএফসি-এর মতো অন্যান্য ফিচারগুলিও অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।