Xiaomi-র Mi TV 6 হবে বিশ্বের প্রথম ৪৮ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরার স্মার্ট টিভি, লঞ্চ হচ্ছে ২৮ জুন

আগামী ২৮শে জুন অর্থাৎ আর মাত্র ২ দিন পরেই Xiaomi তাদের নতুন প্রিমিয়াম স্মার্ট টিভি Mi TV 6 লঞ্চ করতে চলেছে। স্বাভাবিকভাবেই লঞ্চের আগে সোশ্যাল মিডিয়ায় আসন্ন স্মার্ট টিভিটির ফিচার টিজ করা হচ্ছে। টিজার থেকে জানা গেছে, এমআই টিভি ৬ স্মার্টটিভিতে ৪৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। শুধু তাই নয়, টিভিটি ১০০ ওয়াট স্পিকারের সাথে আসবে। আসুন Mi TV 6 স্মার্ট টিভি সম্পর্কে কী কী তথ্য সামনে এসেছে জেনে নিই।

Mi TV 6 স্মার্ট টিভি ১০০ ওয়াট স্পিকার ও ৪৮ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে

শাওমি তাদের সদ্য পোস্ট করা একটি টিজারের মাধ্যমে নিশ্চিত করেছে যে, আপকামিং এমআই টিভি ৬ স্মার্ট টিভিতে ১০০ ওয়াটের শক্তিশালী অডিও স্পিকার দেওয়া হবে। যদিও, এটি প্রথম স্মার্ট টিভি নয়, যেখানে ১০০ ওয়াট অডিও স্পিকার থাকছে। ভারতীয় বাজারে ইতিমধ্যেই একই ক্ষমতা সম্পন্ন স্পিকারের কয়েকটি স্মার্ট টিভি লঞ্চ হয়েছে। যদিও শাওমি এই প্রথমবার এই স্পিকারের টিভি বাজারে আনতে চলেছে। এই অডিও সেটআপের মাধ্যমে ইউজাররা ‘স্টুডিও’ কোয়ালিটির সাউন্ড উপভোগ করতে পারবেন। অর্থাৎ, এক্সটার্নাল সাউন্ডবার ছাড়াও টিভিতে দুর্দান্ত সাউন্ড আউটপুট পাওয়া যাবে।

প্রসঙ্গত, Xiaomi যেহেতু তাদের স্মার্টটিভিগুলিকে স্লিম বডি স্ট্রাকচারের সাথে নিয়ে আসে, সেহেতু সীমিত জায়গার মধ্যে স্পিকারকে ফিট করানোর জন্য এতদিন টিভিগুলির মধ্যে ছোট আকৃতির এবং কম ওয়াট পাওয়ার যুক্ত অডিও সেটআপ থাকতো। এই নিয়ে কিছু ইউজার ইতিমধ্যেই কোম্পানিকে অভিযোগ করেছে। সেক্ষেত্রে Mi TV 6 এনে Xiaomi তাদের এই খামতি পূরণ করতে চাইছে বলেই অনুমান করা হচ্ছে।

আবার Mi TV 6 হল প্রথম থাকছে স্মার্ট টিভি যেখানে ডুয়েল ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এছাড়াও সোনির স্মার্ট টিভিগুলির ন্যায় শাওমির এই আসন্ন এমআই টিভি ৬ QLED ডিসপ্লের সাথে আসতে পারে। এই টিভিতে, এএমডি ফ্রিস্ক্যান (AMD FreeSync) প্রিমিয়াম গেম ডিসপ্লে সার্টিফিকেশন, আইম্যাক্স এনহ্যান্সড (IMAX Enhanced) সার্টিফিকেশন এবং ডলবি ভিশন আইকিউ (Dolby Vision IQ) -এর মতো অ্যাডভান্স ডিসপ্লে ফিচারও পাওয়া যাবে। এছাড়া কানেক্টিভিটি অপশনের মধ্যে, ওয়াই-ফাই ৬ এবং এইচডিএমআই ২.১ ইন্টারফেস থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন