লঞ্চের দোরগোড়ায় Vivo X70 Pro, হাজির গুগল প্লে কনসোলে, উঠে এল গুরুত্বপূর্ণ কিছু তথ্য

ভিভো খুব শীঘ্রই ভারত, চীন, এবং অন্যান্য দেশের বাজারে Vivo X70 সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। আবার হালে Vivo-র V2104 ও 2105 মডেল নম্বরের যে স্মার্টফোনগুলি Geekbench বেঞ্চমার্ক সাইটে স্পট করা হয়েছিল, সেগুলি Vivo X70 ও Vivo X70 Pro-র গ্লোবাল ভার্সন বলে মনে করা হচ্ছে। ফোন দু’টির মধ্যে 2105 বা Vivo X70 Pro কে এখন গুগল প্লে কনসোল এবং গুগল সাপোর্টেড ডিভাইসের তালিকায় দেখা গিয়েছে। যথারীতি, প্রতিবারের মতো এবারও প্লে কনসোলের লিস্টিং Vivo X70 Pro-র গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছে।

Vivo X70 Pro কে দেখা গেল Google Play Console-এ

প্লে কনসোলে পাওয়া Vivo 2105 (Vivo X70 Pro)-এর ছবি দেখে জানা গিয়েছে, এতে কার্ভড পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। ফোনটির স্ক্রিন ১০৮০x২৩৭৬ পিক্সেল রেজোলিউশন এবং ৪৪০ পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। প্রিডিসেসরের (Vivo X60 Pro) মতো এই ডিভাইসে ৬.৫৬ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন থাকবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া, Dimensity 1200 চিপসেট (MT6893 মডেল নম্বর), ৮ জিবি র‌্যাম, অ্যান্ড্রয়েড ১১ ওএস-সহ আত্মপ্রকাশ ঘটবে Vivo X70 Pro-র। উল্লেখ্য, যেহেতু ক্রিকেটের মহোৎসব IPL-এর প্রাইমারি স্পনসর ভিভো, তাই সেপ্টেম্বরে টুর্নামেন্টে ঢাক পড়তেই Vivo X70 সিরিজ অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে বলে মত টেকমহলের।

Vivo X70 ও Vivo X70 Pro একইরকম স্পেসিফিকেশনের সাথে আসতে পারে। তবে, ক্যামেরা ডিপার্টমেন্টের ক্ষেত্রে, ফোন দু’টি ভিন্ন হবে। আবার ভিভো X70 সিরিজের ক্যামেরাতে নিজস্ব আইএসপি বা ইমেজ সিগন্যাল প্রসেসর ব্যবহার করবে বলে জল্পনা শোনা যাচ্ছে। এর ফলে উন্নতমানের ছবি তুলতে পারবে Vivo X70 সিরিজের স্মার্টফোন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন