Vivo V20 (2021) ফোনের দাম কমলো ২,০০০ টাকা, জেনে নিন নতুন মূল্য

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Vivo V21 5G। তবে নতুন ফোন আসতেই চীনা স্মার্টফোন কোম্পানিটি এর পূর্বসূরী অর্থাৎ Vivo V20 (2021) এর দাম কমালো। এই ফোনটি গত বছর ডিসেম্বরে কোয়ালকম স্ন‌্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর সহ লঞ্চ হয়েছিল। এখন থেকে এই ফোনটি ২,০০০ টাকা সস্তায় পাওয়া যাবে। ফলে এই ফোনের সাথে Samsung Galaxy F62, Redmi Note 10 Pro Max এর প্রতিদ্বন্দ্বিতা হবে।

Vivo V20 (2021) এর নতুন দাম

ভিভো ভি২০ (২০২১) এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের নতুন দাম হয়েছে ২২,৯৯০ টাকা। আগে এই ভ্যারিয়েন্টের দাম ছিল ২৪,৯৯০ টাকা।ফোনটি মিডনাইট জাজ, এবং সানসেট মেলোডি কালারে পাওয়া যায়।

Vivo V20 (2021) এর স্পেসিফিকেশন

ভিভো ভি২০ (২০২১) ফোনে আছে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) S-AMOLED ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর। মাইক্রোএসডি কার্ডের ফোনের স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড FunTouchOS ১১ ইন্টারফেসে চলবে।

Vivo V20 (2021) ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা উপলব্ধ। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ২ মনো ক্যামেরা, যার অ্যাপারচার এফ/২.৪। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে আছে ৪৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে পাওয়া যাবে ৪,০০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জার ২.০ টেকনোলজি সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন