অল্প দামে 16 জিবি র‍্যাম, সুন্দর ফিচার্সের সঙ্গে Vivo Y56 5G কালকেই ভারতে আসতে পারে

ভিভো বর্তমানে ভারতীয় বাজারে Vivo Y100 স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ তবে, কোম্পানি আরও একটি Y-সিরিজের হ্যান্ডসেট এদেশে উন্মোচন করবে বলে জানা গেছে, যার নাম Vivo Y56। আর এখন এক টিপস্টার দাবি করেছেন যে, ভিভো আগামীকালই (১৫ ফেব্রুয়ারি) ভারতীয় ক্রেতাদের জন্য ফোনটি অফিশিয়ালি লঞ্চের ঘোষণা করবে। এছাড়াও, ওই সূত্র থেকে লঞ্চের আগেই Vivo Y56 5G-এর দাম, স্পেসিফিকেশন এবং লাইভ ছবিও প্রকাশ্যে এনেছেন। আসুন তাহলে এগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

ভারতে Vivo Y56 5G মূল্য এবং লঞ্চের তারিখ

দ্য টেক আউটলুক-এর সাথে যৌথভাবে টিপস্টার পারস গুগলানি নতুন ভিভো ওয়াই৫৬-এর ভারতীয় সংস্করণের দাম, স্পেসিফিকেশন এবং লাইভ ছবি প্রকাশ করেছেন। তার দাবি, ভারতে এই ফোনটির দাম ১৮,৯৯৯ টাকা হতে পারে এবং এটি আগামীকাল, ১৫ ফেব্রুয়ারি এদেশের বাজারে লঞ্চ হবে।

ভিভো ওয়াই৫৬ ৫জি-এর লাইভ ইমেজগুলি প্রকাশ করেছে যে, এই ফোনটিতে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে এবং ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আর পাওয়ার এবং ভলিউম বাটনগুলি হ্যান্ডসেটের ডানদিকে অবস্থান করবে। লাইভ ইমেজটি অরেঞ্জ কালার অপশনে ফোনটিকে প্রদর্শন করেছে।

Vivo Y56 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

Vivo Y56 5G-এ এইচডি+ রেজোলিউশন এবং ওয়াটারড্রপ নচ সহ ৬.৫৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে। এই আসন্ন Y-সিরিজের স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর এবং মালি জি৫২ জিপিইউ দ্বারা চালিত হবে বলে জানা গেছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে ফানটাচ ওএস ১৩ (FunTouch OS 13) ইউজার ইন্টারফেসে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Vivo Y56 5G-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দ্বারা গঠিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। আর সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Y56 5G-তে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট ব্যবহার করা হবে, যা সম্ভবত ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য, এতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে।

এছাড়া, Vivo Y56 5G অরেঞ্জ শিমার এবং ব্ল্যাক ইঞ্জিন- এই দুটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হবে বলে জানা গেছে। এটি দুটি মেমরি-স্টোরেজ কনফিগারেশনে বাজারে আসবে – ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ। স্মার্টফোনটির ৪ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টটি ৪ জিবি এক্সটেন্ডেড র‍্যাম সাপোর্ট করবে। যেখানে, ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম থাকবে।