বিনামূল্যে দেখুন ওয়েব সিরিজ, কমেডি সহ বিভিন্ন ধরনের ভিডিও, চালু হল Amazon miniTV

আজকালকার দিনে মানুষ টিভির থেকেও ওটিটি প্ল্যাটফর্মগুলির প্রতি বেশ আসক্ত। তাই, জনপ্রিয় ওভার-দ্য-টপ প্ল্যাটফর্ম ‘Amazon Prime Video’ -এর পর এবার, Amazon আজ ভারতীয়দের জন্য একটি নতুন স্ট্রিমিং পরিষেবা লঞ্চ করার ঘোষণা করলো। ‘Amazon miniTV’ নামে আসা এই পরিষেবায় ইউজারদের বিনোদনের জন্য রাখা হয়েছে, ওয়েব সিরিজ, কমেডি স্কেচ, টেক, লাইফস্টাইল এবং ফুড -এর মতো বহুবিধ প্রাসঙ্গিক ভিডিও। জানা যাচ্ছে, এটি আজ থেকেই অ্যামাজনের অ্যান্ড্রয়েড অ্যাপে উপলব্ধ হচ্ছে, এবং আগামী মাসের মধ্যে আইওএস ও মোবাইল ওয়েব সংস্করণগুলি থেকেও এই স্ট্রিমিং পরিষেবাটি অ্যাক্সেস করা যাবে।

পরিষেবার কথা বললে, আমাজনের নিয়ে আসা এই ‘মিনিটিভি’ -এর স্ক্রিনে ট্যাপ করতেই ইউজাররা পেয়ে যাবেন, বিভিন্ন ধরণের বিনোদনের শোতে ভরা একটি বিশেষ সেকশন। এতে হোমস্ক্রিনের সাথে থাকছে, কমেডি, লাইফস্টাইল এবং ওয়েব সিরিজ বিষয়ক কয়েকটি ট্যাব। তদুপরি, ভিডিও দেখার ক্ষেত্রে সীমাবদ্ধতার জন্য দেওয়া হচ্ছে ‘প্যারেন্টাল কন্ট্রোল’ (parental control) অপশনও।

অ্যামাজন, মিনিটিভিতে “প্রোফেশনাল ক্রিয়েটেড অ্যান্ড কিউরেটেড কনটেন্ট” (professionally created and curated content) পরিষেবা অফার করার জন্য কিছু বিখ্যাত কমেডিয়ান, টেক এবং ফ্যাশন ইউটিউবারদের সাথে হাত মিলিয়েছে। এছাড়া, TVF, Pocket Aces -এর মতো ষ্টুডিও গুলির সাথেও যুক্ত হয়েছে অ্যামাজন। তদ্ব্যতীত, Ashish Chanchlani, Amit Bhadana, Round2Hell, Harsh Beniwal, Shruti Arjun Anand, Elvish Yadav, Prajakta Koli-র মতো বহু পরিচিত ব্যক্তিত্বকে মিনিটিভিতে কমেডি কন্টেন্ট পারফর্ম করতে দেখা যাবে। টেক সেকশনের ক্ষেত্রে, Trakin Tech -এর ভিডিও স্ট্রিম করা হবে। ফ্যাশন সেকশনে দেখা যাবে, Sejal Kumar, Malvika Sitlani, and Jovita George-র বিউটি টিপসের ভিডিও। এখানে আপনারা, কবিতা’স কিচেন, কুক উইথ নিশা এবং গোব্বল (Gobble) -এর ফুড ভিডিও গুলিও দেখতে পারবেন।

একটু খেয়াল করলেই বোঝা যাবে, স্ট্রিমিং প্ল্যাটফর্মটির স্ট্রাকচার থেকে শুরু করে ভিডিও কন্টেন্টের বিষয়বস্তুগুলি অনেকটাই ইউটিউবের (youtube) মতোই। গুগল মালিকাধীন এই অনলাইন ভিডিও প্ল্যাটফর্মটির কন্টেন্টের পরিসর অনেকটা বিস্তৃত হওয়া সত্ত্বেও, অ্যামাজনের মিনিটিভি যে এটিকে ভালোই টক্কর দেবে তা স্পষ্ট অনুমান করা যাচ্ছে।

প্রসঙ্গত, অ্যামাজন জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে তারা মিনিটিভি -তে আরও বেশকয়েকটি নতুন এবং এক্সক্লুসিভ ভিডিও যুক্ত করার পরিকল্পনা করেছে। তবে, এই ভিডিওগুলিকে উপভোগের জন্য ইউজারদের ‘অ্যামাজন প্রাইম ভিডিও’ -এর মতো কোনো মেম্বারশিপ নিতে হবে না। এই পুরো পরিষেবাটি ইউজাররা সম্পূর্ণ বিনামূল্যে তাদের অ্যান্ড্রয়েড অ্যাপের দ্বারা অ্যাক্সেস করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন