পরপর তিন মাস, 150 সিসি মোটরসাইকেলের দাম বাড়াল Yamaha

MT-15 V2 -এর পর ১৫০ সিসি সেগমেন্টের অতি জনপ্রিয় FZ সিরিজ মোটরসাইকেলের মূল্যবৃদ্ধির ঘোষণা করল ইয়ামাহা মোটর ইন্ডিয়া (Yamaha Motor India)। এপ্রিল, মে ও জুন – এই তিনমাসে পরপর তিনবার বাইকগুলির দাম বাড়ালো ইয়ামাহা। তবে বাকি দু’বারের মতো এবারের দরবৃদ্ধিও গ্রাহকদের পকেটে ততটা টান ধরাবে না। মডেল পিছু ১,০০০ টাকা বাড়ানো হয়েছে। যদিও তিনবারের মূল্যবৃদ্ধি যোগ করলে তা অনেকটাই দাঁড়ায়।

Yamaha FZ FI-এর দাম ১,০০০ বেড়ে বর্তমানে ১,১২,৭০০ টাকা হয়েছে। Yamaha FZS-FI-র মূল্য ১,০০০ টাকা বেড়ে হয়েছে ১,২০,৪০০ টাকা। আবার FZS-FI Deluxe ভ্যারিয়েন্টটি কিনতে এবার থেকে ১,২৩,৪০০ টাকা খরচ হবে (এক্স-শোরুম)। দাম বাড়ার ফলে ভারতে Suzuki Gixxer ও Bajaj Pulsar 150-র সাথে FZ সিরিজের প্রতিযোগিতা আরও কঠিন করে তুলল।

এদিকে দাম বাড়ানো হলেও, বাইকগুলির স্পেসিফিকেশনে কোনো অদলবদল ঘটানো হয়নি। আগের মতোই বাইকগুলি ১৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিনে দৌড়বে। যা থেকে ৭,২৫০ আরপিএম গতিতে ১২.২ বিএইচপি শক্তি এবং ৫,৫০০ আরপিএম গতিতে ১৩.৩ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৫-স্পিড গিয়ার বক্স।

অন্যদিকে, স্পোর্টি FZ ও FZ X-এর ফুয়েল ট্যাঙ্কের সক্ষমতা আলাদা। প্রথমটিতে ১৩ লিটার এবং দ্বিতীয়টিতে ১০ লিটার ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। ফিচারের তালিকায় আগের মতোই থাকছে একটি এলইডি হেডলাইট, একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, সিঙ্গেল চ্যানেল এবিএস, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ ফাংশন।