2019 এর স্মৃতি ফিরছে, এই সাইটের সৌজন্যে Redmi Note 12 Pro উঠবে সবার হাতে

রেডমি সম্প্রতি ঘোষণা করেছে যে, গত অক্টোবরে চীনের বাজারে আত্মপ্রকাশ করা Redmi Note 12 সিরিজটি ভারতীয় বাজারে আগামী বছরের শুরুতেই লঞ্চ হবে। এই লাইনআপের অধীনে Redmi Note 12 5G, Note 12 Pro 5G এবং Note 12 Pro+ 5G তিনটি মডেলই আগামী ৫ জানুয়ারি এদেশে উন্মোচিত হবে৷ শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট ছাড়াও, রেডমি ফোনগুলি অ্যামাজন থেকে কেনা যাবে। স্ট্যান্ডার্ড Note 12 5G-এর ল্যান্ডিং পেজটি বর্তমানে অ্যামাজনে লাইভ। তবে, প্রো মডেলের ল্যান্ডিং পেজটি এই অনলাইন শপিং ওয়েবসাইটে উপলব্ধ নেই। পরিবর্তে, Note 12 Pro মডেলের মাইক্রোসাইটটি এখন ফ্লিপকার্টে লাইভ হয়েছে। চলুন এটি থেকে আসন্ন ফোনটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Redmi Note 12 Pro-এর মাইক্রোসাইট লাইভ হল Flipkart-এ

প্রথমেই জানাই, ফ্লিপকার্ট ২০১৯ সালে লঞ্চ হওয়া রেডমি নোট ৭ সিরিজ পর্যন্ত নোট সিরিজের হ্যান্ডসেটগুলি বিক্রি করেছিল৷ এরপর, অ্যামাজন একচেটিয়াভাবে নোট ৮ লাইনআপের সাথে রেডমি নোট মডেলগুলি বিক্রি করা শুরু করে৷ তবে এবার নোট ১২ প্রো ৫জি সিরিজের সাথে, রেডমি নোট লাইনআপটি পুনরায় ফ্লিপকার্টের স্মার্টফোন পোর্টফোলিওতে ফিরে আসছে।

প্রসঙ্গত, রেডমি নোট ১২ প্রো ৫জি সিরিজের মাইক্রোসাইটটি এর মূল বৈশিষ্ট্যগুলিকে হাইলাইট করেছে৷ চীনে হ্যান্ডসেটগুলি ইতিমধ্যেই উপলব্ধ, যা থেকে জানা গেছে যে নোট ১২ প্রো এবং নোট ১২ প্রো প্লাস-এ প্রায় একই স্পেসিফিকেশন রয়েছে। মডেলগুলি শুধুমাত্র দুটি বিভাগে আলাদা হবে- প্রাইমারি ক্যামেরা এবং ফাস্ট চার্জিং সাপোর্ট। প্রো মডেলটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে এবং এতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, যেখানে প্রো প্লাস হ্যান্ডসেটে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে এবং এটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করবে।

এছাড়াও, Redmi Note 12 Pro এবং Pro+ এ থাকবে ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। প্রো মডেলগুলি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ চিপসেটে চলবে এবং অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে রান করবে। সিরিজটি সর্বাধিক ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজের সাথে আসবে।

ফটোগ্রাফির জন্য, Note 12 Pro এবং Pro+ এর রিয়ার ক্যামেরা সেটআপে প্রাইমারি ক্যামেরাগুলির সাথে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা যুক্ত থাকবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, দুটি ফোনেই ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে। আর নিরাপত্তার জন্য, উভয় মডেলেই একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।