গাড়িতে এই 5 লক্ষণ দেখা দিলে মেকানিকের কাছে শীঘ্রই নিয়ে যান, নাহলে সাড়ে সর্বনাশ!

একটা সময় সাইকেলে আলো জ্বালাতে বাপ-ঠাকুরদারা ডায়নামো ব্যবহার করতেন। এটি সাইকেলের চাকার সঙ্গে যুক্ত অবস্থায় গতিশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতো। আজকের দিনের বাইক কিংবা গাড়িতে থাকা ব্যাটারিকে চার্জ করতে ব্যবহার করা হয় এমন ধরনের কম্পোনেন্ট বা যন্ত্রাংশ। অটোমোবাইলের পরিভাষায় যা অল্টারনেটর নামে পরিচিত। এটি গাড়ির ব্যাটারির সঙ্গে যুক্ত থাকার ফলে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাংশ চালু রাখার কাজে সব সময় সাহায্য করে। অর্থাৎ একটি গাড়ির মধ্যে অল্টারনেটরের অবদান কতটা তা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। তাই এই অল্টারনেটর কোনভাবে খারাপ হলে মাঝ রাস্তায় গাড়ি নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। ফলে প্রশ্ন হল কখন বুঝবেন যে আপনার গাড়ির অল্টারনেটর নষ্ট হয়েছে? যা কখন সেটি বদলানো প্রয়োজন? একটি অল্টারনেটর সম্পূর্ণভাবে নষ্ট হওয়ার কয়েকদিন আগে থেকেই বিভিন্ন লক্ষণ দিয়ে জানান দেয় আমাদের। সেই সমস্ত লক্ষণগুলি সম্পর্কে আজকের প্রতিবেদনে বিশদে আলোচনা করা হলো।

ব্যাটারি লাইট অন

যদি গাড়ির ড্যাশবোর্ডে ব্যাটারির আলো নির্দেশক সিগন্যাল সারাক্ষণ চালু অবস্থায় থাকে তবে এটি অল্টারনেটর খারাপ হওয়ার লক্ষণ। কোনো কারণে অল্টারনেটর কর্মক্ষমতা হারালে ব্যাটারি তার প্রয়োজনীয় ভোল্টেজ সরবরাহ করতে পারে না। ফলে গাড়ির সমস্ত বৈদ্যুতিক যন্ত্রাংশ চালু রাখার জন্য অতিরিক্ত চাপ পরে ব্যাটারিতে। আর তখনই ব্যাটারি লাইট চালু হয়ে যায়।

আলোর তীব্রতা কমে আসা

একটি বিকল অল্টারনেটর কোনোভাবেই গাড়ির ব্যাটারির প্রয়োজনীয় তড়িৎ শক্তি সরবরাহ করতে পারেনা। ফলস্বরূপ গাড়ির হেডলাইটের আলোর তীব্রতা কমে আসে কিংবা তা বাড়া-কমা করতে থাকে। এমন কিছু লক্ষণ দেখলে অবশ্যই বুঝবেন গাড়ির অল্টারনেটর বদল করার সময় এসেছে। এমনকি ড্যাশবোর্ডের আলোও এর ফলে কমে আসতে পারে।

গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের কর্মক্ষমতা হ্রাস

অল্টারনেটর যদি তার সঠিক পরিমাণ তড়িৎ শক্তি সরবরাহ করতে না পারে তবে তার সরাসরি প্রভাব নিয়ে পড়ে গাড়ি বিভিন্ন যন্ত্রাংশের উপর। এর ফলে সেগুলির সাধারণ কার্যকলাপে বিঘ্ন ঘটতে শুরু করে। পাওয়ার উইন্ডো ধীর গতিতে ওঠানামা করা, সান-রুফ আটকে যাওয়া কিংবা সিট গরম করার প্রক্রিয়া ব্যাহত হওয়া এই সমস্ত সমস্যার সাক্ষী থাকতে হবে তখন।

ইঞ্জিন থেকে অদ্ভুত গন্ধ আসা

কোন সময় যদি ইঞ্জিনের থেকে রবার কিংবা বৈদ্যুতিক তার পোড়ার মতো গন্ধ অনুভব করেন তবে তা অবশ্যই বিপদের লক্ষণ। সম্ভবত অল্টারনেটর কোনোভাবে অতিরিক্ত কর্মক্ষম হয়ে পড়লে কিংবা তার কোন অংশ সম্পূর্ণ নষ্ট হয়ে গেলে এমন পরিস্থিতি হতে পারে। এমন ধরনের গন্ধ অতিরিক্ত ঘর্ষণ বল উৎপন্ন হওয়ার দরুন সৃষ্টি হয়।

গাড়ি চালু করতে সমস্যা

গাড়ির ইঞ্জিন চালু করার সময় যদি বেগ পেতে হয় অথবা সেই ইঞ্জিন চালু রাখতে যদি সমস্যার সৃষ্টি হয় তবে তা অল্টারনেটর খারাপ হওয়ার লক্ষণ। এটি সম্ভবত ব্যাটারিকে সঠিকভাবে চার্জ না হওয়ার কারণেই হয়ে থাকে। গাড়ি যখন চালু করা হয় তখন ব্যাটারিতে সঞ্চিত তড়িৎ শক্তি তাকে সাহায্য করে। কোনো কারণবশত ব্যাটারিতে যথাযথ চার্জ না থাকলে গাড়ি চালু করা বেশ কষ্টসাধ্য কাজ।