5G in India: কয়েক সেকেন্ডে শেষ ডেইলি ডেটা কোটা, ৫জির স্পিড টেস্টের জন্য করতে হবে রিচার্জ?

চলতি মাসের শুরুতে ভারতে 5G পরিষেবা চালু হওয়ার পর কেটে গেছে এক সপ্তাহেরও বেশি সময়। এই মুহূর্তে Jio এবং Airtel কোম্পানি, দেশের নির্বাচিত শহরগুলির বাসিন্দাদের হাইস্পিড নেটওয়ার্ক ব্যবহার করার সুযোগ দিচ্ছে। আর, এর জন্য আগ্রহীদের আলাদা করে সিম কার্ড নেওয়ার বা রিচার্জ করার প্রয়োজন পড়ছেনা। তবে যদি আপনিও এখন 5G-র দুর্দান্ত পরিষেবা পেতে চান, তাহলে কিন্তু আপনাকে খরচের ধাক্কা সামলাতেই হবে। ভাবছেন কেন একথা বলছি? আসলে, আগামীদিনে পৃথক 5G রিচার্জ প্ল্যান চালু হলে তখন সেগুলির জন্য বেশি ট্যারিফ শুল্ক (টেলিকম কোম্পানিগুলির ভাষায় ‘প্রিমিয়াম’ দাম) দিতে হবে বলে ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। যদিও এই মুহূর্তে বিদ্যমান 4G প্ল্যানগুলিতেই নতুন নেটওয়ার্ক পরিষেবা ব্যবহার করা যাচ্ছে, এর জন্য গ্রাহকদের আলাদা করে খরচ করতে হচ্ছে না। কিন্তু বাধ সেধেছে 5G নেটওয়ার্কের হাইস্পিডই! আদতে এই নেটওয়ার্ক স্পিড এতই বেশি যে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার ফোনের ইন্টারনেট ডেটা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। এমনকি শুধুমাত্র 5G ইন্টারনেট ব্যবহারই নয়, এর সামান্য স্পিড টেস্টেও খরচ হতে পারে অনেকটাই ডেটা। যার ফলে, ডেটা ব্যবহার করতে আপনাদের আলাদা করে কোনো প্যাক রিচার্জ করতে হবে।

5G কানেক্টিভিটি পেতে গিয়ে শেষ সমস্ত ডেটা, অভিযোগে ভরছে সোশ্যাল মিডিয়া

সম্প্রতি, কিছু ৫জি ইউজার সোশ্যাল মিডিয়ায় তাদের সমস্ত ডেটা শেষ হয়ে যাওয়ার বিষয়ে অভিযোগ করেছেন এবং টেলিকম সংস্থাগুলিকে ডেটা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। শোনা যাচ্ছে যে, এই ধরণের ইউজাররা ৪জি এবং ৫জি-র ইন্টারনেট স্পিড পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু সামান্য স্পিড টেস্টেই কারো কারো অর্ধেকের বেশি ডেটা হারিয়ে গেছে, তো কারো আবার মাত্র ১ মিনিটে শেষ হয়ে গেছে ডেটা কোটা। ফলে স্বাভাবিকভাবেই তারা অস্বস্তির মুখে পড়েছেন।

5G-তে কি ইন্টারনেটের খরচ বেশি হয়?

ভারতে বর্তমানে ৫জি নেটওয়ার্কে ৫০০ এমবিপিএস থেকে ৬০০ এমবিপিএস পর্যন্ত স্পিড পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি যদি প্রতিদিন ১.৫ জিবি ডেটা প্ল্যান ব্যবহার করেন, তবে আপনার ডেটা সম্ভবত ৩ থেকে ৪ সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যেতে পারে। কিন্তু মনে রাখবেন, ৫জি-র বেশি স্পিড ডেটা খরচ বাড়ায়না; এর পেছনে আছে আরও অনেক কারণ।

যেমন আপনি যদি অটো কোয়ালিটিতে ইউটিউবে (Youtube) ভিডিও চালান, তাহলে ইউটিউব আপনার ইন্টারনেটের স্পিড বা সিগন্যাল অনুযায়ী কমবেশি কোয়ালিটি (ইন্টারনেট স্লো থাকলে নিম্ন মানের ভিডিও এবং ফাস্ট স্পিড থাকলে উচ্চ মানের ভিডিও) অ্যাডজাস্ট করে। এক্ষেত্রে যেহেতু ৫জি-র স্পিড খুবই উন্নত, তাই এই নেটওয়ার্কে ইউটিউব আপনার ফোনে সর্বোচ্চ মানের ভিডিও চালাবে। আর এতে আপনার ডেটা স্বাভাবিকের চেয়ে বহুগুণ বেশি ব্যয় হবে। শুধু ইউটিউব নয়, অন্যান্য অ্যাপ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করার ক্ষেত্রেও ছবি একই রকম হবে।

এই শহরগুলিতে মিলছে 5G পরিষেবা

Bharti Airtel বর্তমানে আটটি শহরে (শিলিগুড়ি, মুম্বাই, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, নাগপুর এবং বারাণসী) তার Airtel 5G Plus পরিষেবা চালু করেছে। অন্যদিকে কলকাতা, দিল্লি, মুম্বই এবং বারাণসীর মত চারটি শহরে মিলছে Jio True 5G নেটওয়ার্কের সিগন্যাল।