Motorola Edge 30 Pro ভারতে 60 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল, দাম ও ফিচার দেখে নিন

Motorola Edge 30 Pro ঘোষণা মতোই আজ ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল। ফোনটি Moto Edge X30 এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে এসেছে। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৫০,০০০ টাকার কাছাকাছি। Motorola Edge 30 Pro ফোনে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ও ৮ জিবি র‌্যাম। আবার এতে আছে ১৪৪ হার্টজ pOLED ডিসপ্লে, ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনে ‘Ready For’ ফিচার উপলব্ধ রয়েছে, যা উইন্ডোজ ১১ ল্যাপটপে ফোনের ক্যামেরা কে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে দেবে।

মোটোরলা এজ ৩০ প্রো ভারতে দাম ও লভ্যতা (Motorola Edge 30 Pro Price in India, Availability)

ভারতে মোটোরলা এজ ৩০ প্রো ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪৯,৯৯৯ টাকা। ফোনটি স্টারডাস্ট হোয়াইট ও কসমস ব্লু কালারের মধ্যে বেছে নেওয়া যাবে। আগামী ৪ মার্চ ফোনটি Flipkart ও রিটেল স্টোর থেকে কেনা যাবে। ভারতে Asus ROG Phone 5s, Vivo X70 Pro, iQOO 9 সিরিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে মোটোরলার নতুন ফোনটি।

লঞ্চ অফারের কথা বললে, SBI ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা Motorola Edge 30 Pro ফোনের সাথে ৫,০০০ টাকা ডিসকাউন্ট পাবেন। আবার জিও গ্রাহকদের মিলবে ১০,০০০ টাকার বেনিফিট। এছাড়া ফোনটি নো কস্ট ইএমআই অপশনে কেনা যাবে।

মোটোরলা এজ ৩০ প্রো স্পেসিফিকেশন (Motorola Edge 30 Pro Specifications)

মোটোরোলা এজ ৩০ প্রো ফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি+ (১০৮০ x ২৪০০ পিক্সেল) pOLED পাঞ্চ-হোল ডিসপ্লে। এই ডিসপ্লে ২০:৯ এসপেক্ট রেশিও, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডিআর ১০+(HDR10+) সাপোর্ট করবে। আবার এই ডিভাইসে দেওয়া হয়েছে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং সহ কর্নিং গরিলা গ্লাস ৩ এর প্রোটেকশন। নিরাপত্তার জন্য এই ফোনে উপস্থিত সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

পারফরম্যান্সের জন্য Motorola Edge 30 Pro ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। ফোনটি ৮ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ৩.১ অনবোর্ড স্টোরেজের সাথে পাওয়া যাবে। তবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে না।

ফটোগ্রাফির জন্য Motorola Edge 30 Pro ফোনের রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৫০এ৪০ প্রাইমারি ক্যামেরা সেন্সর। এই ক্যামেরায় ফেস ডিটেকশন অটোফোকাস (PDAF) ও অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে। আবার বাকি দুটি ক্যামেরা হল ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেকেন্ডারি লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। রিয়ার ক্যামেরা দিয়ে ২৪ এফপিএস-এ ৮কে (8K) ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়া, ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে এফ/২.২ অ্যাপারচার সহ ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Motorola Edge 30 Pro অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাই ইউআই (MyUI) কাস্টম স্কিনে চলবে। এটি ২ বছরের অপারেটিং সিস্টেমের আপগ্রেড পাবে বলে জানা গেছে। আবার এই ফোনে কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে- ওয়াইফাই ৬ই, ১৩টি ব্যান্ড সহ ৫জি, ব্লুটুথ ভি৫.২, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট।

ফোনটি ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়েল স্টেরিও স্পিকার সহ এসেছে। এছাড়া এতে রয়েছে আইপি৫২ রেটিং, যা জল থেকে সুরক্ষা দেবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 30 Pro ফোনে আছে ৬৮ ওয়াট টার্বোপাওয়ার ওয়্যার্ড ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস ও ৫ ওয়াট ওয়্যারলেস শেয়ারিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। কোম্পানির দাবি এই ব্যাটারি ১৫ মিনিটের মধ্যে ০-৫০ শতাংশ চার্জ হয়ে যাবে।