প্রথমবার সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে 64MP ক্যামেরার এই 5G স্মার্টফোন, 21 হাজার টাকা পর্যন্ত বাঁচান

ব্যাংক অফারে আপনি iQOO Neo 7 5G এর দাম ২ হাজার টাকা পর্যন্ত কমাতে পারবেন

আপনি যদি সেরা ডিলের সাথে একটি শক্তিশালী 5G ফোন কিনতে চান তবে Amazon Summer Sale আপনার ইচ্ছা পূরণ করবে। এই সেলে আপনি সবচেয়ে কম দামে iQOO Neo 7 5G স্মার্টফোনটি কিনতে পারবেন। এই ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের এমআরপি ৩৪,৯৯৯ টাকা। কিন্তু অ্যামাজন সামার সেল ডিলে এটি ২৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

এছাড়া ব্যাংক অফারে আপনি iQOO Neo 7 5G এর দাম ২ হাজার টাকা পর্যন্ত কমাতে পারবেন। আবার এক্সচেঞ্জ অফারে ২১,৭০০ টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরানো ফোনের অবস্থা ও ব্র্যান্ডের উপর নির্ভর করবে।

iQOO Neo 7 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

আইকো নিও ৭ ৫জি ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে ডাইমেনসিটি ৮২০০ ৫জি প্রসেসর। আর এতে পাওয়া যাবে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা রয়েছে।

এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ২ মেগাপিক্সেলের বোকেহ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি তোলার জন্য ফোনটির সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটির প্রাইমারি ক্যামেরা ওআইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ফিচার সাপোর্ট করে।

পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Neo 7 5G ফোনে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ কাস্টম স্কিনে চলে। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ওয়াই-ফাই ২.৪জি, ৫জি, ব্লুটুথ ৫.৩, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং জিপিএসের মতো অপশন।