OnePlus Nord CE 2 Lite আসছে ২০ হাজার টাকার কমে, তার আগে ফাঁস রেন্ডার ও ফিচার

স্মার্টফোন নির্মাতা ওয়ানপ্লাস (OnePlus) চলতি বছরের প্রথমার্ধেই বাজারে তাদের Nord সিরিজে অন্তর্ভুক্ত একাধিক ডিভাইস লঞ্চ করার পরিকল্পনা করছে। এই নতুন স্মার্টফোনগুলির লঞ্চের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ওয়ানপ্লাসের অনুরাগীরাও। সম্প্রতি আসন্ন OnePlus Nord 2T ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশনগুলি সামনে এসেছে। আর এখন একটি নতুন রিপোর্টে আপকামিং OnePlus Nord CE 2 Lite-এর রেন্ডারগুলি প্রকাশ করা হয়েছে। এই হ্যান্ডসেটটি এখনও পর্যন্ত ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন হিসেবে বাজারে পা রাখবে বলে জল্পনা রয়েছে। আসুন তাহলে OnePlus Nord CE 2 Lite সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল OnePlus Nord CE 2 Lite- এর ডিজাইন

91Mobiles- এর একটি নতুন রিপোর্ট থেকে ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট- এর রেন্ডারগুলি সামনে এসেছে। এই রেন্ডার অনুযায়ী, আসন্ন স্মার্টফোনে কার্ভড এজ সহ একটি চকচকে প্লাস্টিকের ব্যাক প্যানেল থাকবে। এটি আসন্ন নর্ড ২টি-এর মতো হবে না, যা স্যান্ডস্টোন ফিনিস সহ আসবে বলে জানা গেছে। নর্ড সিই ২ লাইট-এর রিয়ার প্যানেলে দুটি বড় ক্যামেরা সেন্সর, একটি ছোট তৃতীয় ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ সহ একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল দেখতে পাওয়া যাবে।

এছাড়াও, এই হ্যান্ডসেটটির ডানদিকে একটি ফ্ল্যাট সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে এবং বাঁদিকে ভলিউম রকার্স এবং একটি হাইব্রিড সিম স্লট উপস্থিত থাকবে। মনে করা হচ্ছে যে ওয়ানপ্লাস নর্ড সিই ২- এর লাইট সংস্করণে মাইক্রো-এসডি কার্ডের জন্য কোনও ডেডিকেটেড স্লট অন্তর্ভুক্ত করা হবে না। নর্ড স্মার্টফোনটির নিম্নাংশে একটি টাইপ-সি পোর্ট, স্পিকার গ্রিল এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক দেওয়া হবে। তবে ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট-এর এই নতুন রেন্ডারগুলিতে সংস্থার চিরপরিচিত অ্যালার্ট স্লাইডারটি দেখতে পাওয়া যায়নি। আবার, ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট-এর ডিসপ্লের ওপরের বাম কোণায় একটি পাঞ্চ-হোল ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে বলে জানা যাচ্ছে। এছাড়া, এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত প্রথম Nord ডিভাইস হবে বলেও শোনা যাচ্ছে।

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (OnePlus Nord CE 2 Lite Expected Specifications)

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট-এর প্রধান স্পেসিফিকেশনগুলি ইতিমধ্যেই ফাঁস হয়েছে। পূর্বের রিপোর্ট অনুযায়ী, এই হ্যান্ডসেটে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। অনুমান করা হচ্ছে এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে।

ক্যামেরার ক্ষেত্রে, OnePlus Nord CE 2 Lite-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের ওমনিভিশন (OmniVision) প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের মোনো লেন্স অন্তর্ভুক্ত থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য, স্মার্টফোনটিতে পাঞ্চ-হোল ডিসপ্লের ভিতরে একটি ১৬ মেগাপিক্সেল সেন্সর উপস্থিত থাকবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Nord CE 2 Lite ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, দামের দিক থেকে, আসন্ন স্মার্টফোনটি পূর্বসূরি OnePlus Nord CE 2-এর থেকে সস্তা হবে। Nord CE 2 ভারতের বাজারে ২৩,৯৯৯ টাকা দামে লঞ্চ করা হয়েছিল। সেক্ষেত্রে লাইট সংস্করণটির দাম ২০,০০০ টাকার নীচে রাখা হতে পারে। যদিও এখনও ওয়ানপ্লাস এই ফোনটির সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি।