গোপনে T20 World Cup 2024-এর প্লেয়ারদের নিয়ে ফটোশুট সারলো BCCI, উপস্থিত ছিলেন রিঙ্কুও

ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচের পর ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএলে অংশগ্রহণ করবে।

হাতে কয়েকটা মাস বাকি থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) উন্মাদনা এখন ক্রিকেটারদের ভাবনা-চিন্তার মধ্যে ঘোরাফেরা করছে। ফলে ভারতীয় দলেও এই টুর্নামেন্ট ঘিরে প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই ব্লু ব্রিগেডরা ইংল্যান্ডের (India vs England match) বিপক্ষে শেষ টেস্ট ম্যাচের জন্য ধর্মশালায় পৌঁছেছে। সেখানেও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ক্রিকেটারদের মধ্যে উৎসাহের এক ঝলক ছবি ধরা পড়লো।

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে ২ জুন থেকে শুরু হতে চলেছে। এই বছর এই টুর্নামেন্টে ২০ টি দলকে অংশগ্রহণ করতে দেখা যাবে। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার সঙ্গে সঙ্গে পাপুয়া নিউগিনি, নেপাল, উগান্ডার মতো দলগুলিকেও এই বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামবে। তার আগেই এখন রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচের পর ব্লু ব্রিগেডরা আইপিএলে (IPL 2024) অংশগ্রহণ করতে চলেছে।

এর সঙ্গেই বিসিসিআই (BCCI) আইপিএলের পারফরমেন্সের ওপর ভিত্তি করেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল তৈরি করবে বলে মনে করা হচ্ছে। তবে তার আগেই নিশ্চিত যে রোহিত শর্মা ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন। এবার ৭ মার্চ থেকে শুরু হতে যাওয়া ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচের আগে গতকাল ভারতের ফটোশুট অনুষ্ঠানে টেস্ট দলের বাইরেও টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলে থাকতে পারেন এইরকম ক্রিকেটারদের যুক্ত করা হয়।

এই ফটোশুটে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) মতো তরুণ ক্রিকেটারের নাম সামনে এসেছে। এছাড়াও এই কেকেআর (KKR) তারকা সম্প্রতি ব্রেন্ডন ম্যাককুলাম (Brendon McCullum) এবং ধ্রুব জুরেলের (Dhruv Jurel) সঙ্গে ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ফলে বোঝাই যাচ্ছে তিনি বর্তমানে ধর্মশালায় রয়েছেন। ইংল্যান্ডের কোচ প্রাক্তন নিউজিল্যান্ড তারকা ব্রেন্ডন ম্যাককুলামের সাথে ছবি পোস্ট করে রিঙ্কু লেখেন, “আমার সব সময়ের একজন অনুপ্রেরণা।” অন্যদিকে মঙ্গলবার বিকেলে পঞ্চম টেস্টের আগে ভারতীয় দলের প্রথম অনুশীলন শুরু করবে।‌