অ্যামোলেড ডিসপ্লে ও দীর্ঘ ব্যাটারি লাইফ সহ Noise Grace স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল

ভারতীয় বাজারে Noise Grace স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা।

ভারতের জনপ্রিয় স্মার্টওয়াচ প্রস্তুতকারী সংস্থা Noise নিয়ে আসলো নতুন Noise Grace ওয়াচ। মহিলাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই ঘড়িটিতে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার। এর মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন স্পোর্টস মোড, হেলথ সেন্সর, ব্লুটুথ কলিং ফিচার ইত্যাদি। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise Grace স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Noise Grace-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Noise Grace স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা। এটি সংস্থার নিজস্ব ওয়েবসাইট gonoise.com এবং ই কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে। এটি ক্রেতারা পাবেন মেটাল সিলভার, রোজ গোল্ড এবং জেট ব্ল্যাক কালার অপশনে।

Noise Grace-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Noise Grace স্মার্টওয়াচটি ১.১ ইঞ্চি অলওয়েজ অন অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যা ৬০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করবে এবং ডিসপ্লেটির রেজোলিউশন ৩৬০ x ৩৬০ পিক্সেল। আবার এতে রয়েছে মেটালের লিঙ্ক স্ট্র্যাপ ও অভিনব কাট ডায়াল ডিজাইন। ঘড়িটিতে পাওয়া যাবে ব্লুটুথ কলিং ফিচার ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। সেই সঙ্গে বিল্ট -ইন ক্যালেন্ডার বর্তমান। উপরন্তু ঘড়িটিতে ব্যবহারকারী ১০টি পর্যন্ত পছন্দের কন্টাক্ট মজুত রাখতে পারবেন।

অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ওয়্যারেবলটিতে রয়েছে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ প্যাটার্ন ট্র্যাকার এবং স্ট্রেস লেভেল মনিটর। পাশাপাশি ব্যবহারকারীর সুবিধার্থে এতে ডেইলি রিমাইন্ডার সেট করে রাখা যাবে এবং এটি ওয়েদার ফোরকাস্ট জানান দেবে।

এবার আসা যাক Noise Grace স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ৪ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়া ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল ১০০টির বেশি ওয়াচফেস, বিভিন্ন স্পোর্টস মোড ইত্যাদি।