Flipkart Refurbished Mobile Sale: দারুণ সস্তায় কিনে নিন Apple, Samsung বা Xiaomi-র মত ব্র্যান্ডের স্মার্টফোন

আপনি কি অত্যন্ত কম বাজেটে একগুচ্ছ অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ একটি স্মার্টফোন কেনার প্ল্যান করছেন? আর আপনার কাছে নতুন হ্যান্ডসেটের সংজ্ঞা ‘ব্র্যান্ড নিউ’ নয়? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর। আসলে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart (ফ্লিপকার্ট) এবার ‘Refurbished Mobile Sale’ (রিফার্বিশড মোবাইল সেল) নিয়ে হাজির হয়েছে, যেখানে Apple, Google, Samsung, এবং Xiaomi-র মতো নামজাদা ব্র্যান্ডের স্মার্টফোন আপনি দুর্দান্ত ছাড়ে কেনার সুযোগ পাবেন। তাহলে চলুন, Refurbished স্মার্টফোনের বিষয়ে খুঁটিনাটি জেনে নেওয়ার পাশাপাশি, এই সেলে উপলব্ধ অফারগুলির ওপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

Refurbished স্মার্টফোন কী?

যারা জানেন না তাদের প্রথমেই বলে রাখি, রিফার্বিশড স্মার্টফোন হল প্রাক-মালিকানাধীন ডিভাইস (সোজা ভাষায় বললে পুরনো ফোন), অর্থাৎ এই ফোনগুলি আগে কয়েকজন অন্যান্য ইউজার কর্তৃক ব্যবহৃত হয়েছে। তবে এক্ষেত্রে ফ্লিপকার্ট জানিয়েছে যে, প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হওয়ার আগে রিফার্বিশড স্মার্টফোনগুলির ৪৭টি কোয়ালিটি চেক করা হয়। শুধু তাই নয়, এই ফোনগুলি তিন বা ছয় মাসের ওয়ারেন্টি সহ আসে, যা নিশ্চিত করে যে স্মার্টফোনগুলি বেশ ভালো অবস্থায় রয়েছে।

Refurbished Mobile Sale-এ এই স্মার্টফোনগুলিতে পাওয়া যাবে ডিসকাউন্ট

চলতি সেলে ফ্লিপকার্টের রিফার্বিশড স্টোরে অ্যাপল আইফোনগুলি ৯,৯৯৯ টাকার, স্যামসাং স্মার্টফোনগুলি ৩,৯৯৯ টাকার এবং শাওমি স্মার্টফোনগুলি ৪,২৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে কেনার সুযোগ পাবেন ক্রেতারা। আবার, গুগল পিক্সেল স্মার্টফোন কিনতে হলে ক্রেতাদের ন্যূনতম ৯,৯৯৮ টাকা ব্যয় করতে হবে।

Apple iPhone-এর ওপর অফার

এই সেলে অ্যাপলের ফোনগুলিতে রয়েছে বিশাল ছাড়। যেমন ফ্লিপকার্টে ৭৬% ডিসকাউন্টসহ ১৪,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে Apple iPhone 7 (ব্ল্যাক, ৩২ জিবি)। আবার, রিফার্বিশড Apple iPhone 6s (৩২ জিবি) মডেলটি কিনতে হলে খরচ পড়বে ১১,৯৯৯ টাকা। এছাড়া, iPhone SE-এর ব্ল্যাক কালারের মডেলটি ৯,৯৫০ টাকা এবং হোয়াইট ও সিলভার কালারের মডেলটি ৯,৯৯৯ টাকায় কেনার সুযোগ পাবেন ক্রেতারা। অন্যদিকে, স্পেস গ্রে কালারের iPhone 8-এর ৬৪ জিবি ভ্যারিয়েন্টটি ১৭,৮৯০ টাকায় পকেটস্থ করা যাবে।

Google Pixel ফোনের ওপর অফার

ফ্লিপকার্টের রিফার্বিশড স্টোরে Google Pixel 3a-এর ৬৪ জিবি ভ্যারিয়েন্টটির কালো এবং সাদা – দুটি কালার অপশনই ৯,৯৯৮ টাকায় উপলব্ধ। আবার, Google Pixel 3 XL (৬৪ জিবি) মডেলটি ১৩,৯৯৯ টাকায় কেনার সুযোগ পাওয়া যাবে।

Samsung ফোনের ওপর অফার

রিফার্বিশড Samsung Galaxy J2 স্মার্টফোনটি ফ্লিপকার্টে মাত্র ৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আবার, Samsung On5 Pro-এর গোল্ড কালার অপশনটির দাম পড়বে ৪,৪৯৯ টাকা এবং এর কালো রঙের ১৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে হলে ক্রেতাদের ৪,৮৯৫ টাকা ব্যয় করতে হবে। অন্যদিকে, Samsung Galaxy J5-এর দাম রাখা হয়েছে ৪,৭৮৯ টাকা।

Xiaomi স্মার্টফোনের ওপর অফার

উল্লিখিত সেলে, ফ্লিপকার্টে রিফার্বিশড Redmi 4A-এর ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৪,৯৮৯ টাকা এবং রিফার্বিশড Redmi Note 6 Pro মডেলটি ৭,১৯৯ টাকায় বিক্রি হচ্ছে।