Virat Kohli: চিন্নাস্বামীতে জোরালো কথা বলল বিরাটের ব্যাট, ক্রিকেটে ফিরেই RCB-এর‌ জয়ের কান্ডারী হলেন কোহলি

পাঞ্জাব কিংসকে প্রথম ব্যাট করতে পাঠিয়ে মাত্র ১৭৬ রানে আটকে দেয় আরসিবির বোলাররা। তবুও লক্ষ্য ফাফ-কোহলিদের জন্য অনেকটাই চ্যালেঞ্জিং ছিল।

আজ আইপিএলে ঘরের মাঠে চিন্নাস্বামী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের (Punjab Kings) মুখোমুখি হয় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (Royal Challengers Bangaluru)। এবছরের এটি তাদের প্রথম হোম গেম ছিল। প্রথম ম্যাচে চেন্নাই এর কাছে হারায় এই ম্যাচে বিরাট কোহলিদের (Virat Kohli)থেকে ভক্তদের প্রত্যাশা ছিল তুঙ্গে। তাই ভক্তদের নিরাশ না করে আজকে বিরাটের ব্যাট থেকে এলো ঝকঝকে একটি ইনিংস। তার সাথে প্রথম জয়ও তুলে নেয় আরসিবি।

পাঞ্জাব কিংসকে প্রথম ব্যাট করতে পাঠিয়ে মাত্র ১৭৬ রানে আটকে দেয় আরসিবির বোলাররা। তবুও লক্ষ্য ফাফ-কোহলিদের জন্য অনেকটাই চ্যালেঞ্জিং ছিল। দ্বিতীয় ইনিংসে আরসিবি ব্যাট করতে এলে মাত্র ৩ রানে আউট হন অধিনায়ক। অন্যদিকে ক্যামরন গ্রিনও ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

দলের পুরো চাপ তখন এসে পরে কোহলির উপর। এরপর রজত পতিদার তার সাথ দিতে এলো তিনিও অল্পেই আউট হয়ে ফিরে যান। সেই মুহূর্ত থেকে দলকে একার দমে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন কোহলি। পূর্ণ করেন এবছর আইপিএলের প্রথম অর্ধশতরানও। তবে ম্যাচের ১৬ তম ওভারে হর্ষল প্যাটেলের বলে ব্যক্তিগত ৭৭ রান করে আউট হয়ে যান বিরাট।

তবে এই গুরুত্বপূর্ণ ইনিংস এর মাধ্যমে দলকে জয়ের অনেকটা কাছে পৌঁছে দেন তিনি। এরপর দিনেশ কার্তিক (Dinesh Karthik) এবং মহিপাল লমরর দায়িত্ব নিয়ে দলকে তিন বল বাকি থাকতেই সহজ জয় এনে দেয়। এ জয়ের সাথে এবছর টুর্নামেন্টে প্রথম দুই পয়েন্ট হাসিল করে বিরাট কোহলিরা।