ছাঁটাই তো দূরের কথা, এই IT কোম্পানি কর্মীদের উপহার দিচ্ছে দামি গাড়ি

চলতি সময়ে গোটা বিশ্বে আর্থিক মন্দা দেখা দিয়েছে, যার জেরে Google, Meta, Amazon-এর মতো বড়ো বড়ো প্রযুক্তি সংস্থাগুলি প্রায়শই প্রচুর সংখ্যক কর্মী ছাঁটাই করছে। উল্লেখ্য, করোনা মহামারীর আগমনের পর থেকেই গোটা বিশ্বজুড়ে নানা ছোটো-বড়ো কোম্পানিতে এই ছাঁটাইপর্ব শুরু হয়েছে, যার জেরে বিগত কয়েক বছরে অজস্র মানুষ চাকরি হারিয়েছেন। সোজা কথায় বললে, পরিস্থিতি এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে, এই মুহূর্তে কোনো সংস্থায় একটা যুতসই চাকরি পেয়ে গেলেই মানুষ নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন। তদুপরি, এই কঠিন অবস্থায় মাসের শেষে বেতনটুকু ছাড়া বর্তমানে সংস্থাগুলির কাছ থেকে আর অন্য কোনো সুবিধাই পাওয়ার আশা করছেন না চাকুরীজীবীরা। কিন্তু এমত পরিস্থিতিতেও হালফিলে একটি নামী টেক কোম্পানি ভালো পারফরম্যান্সের জন্য কর্মীদেরকে দামি গাড়ি উপহার দিয়েছে বলে খবর মিলেছে! আজ্ঞে হ্যাঁ, শুনে আপনাদের খানিকটা অবাক লাগলেও সুদূর কোনো বিদেশে নয়, বরং সম্প্রতি আমাদের দেশেই এই ঘটনা ঘটেছে।

কর্মীদের আনুগত্যে খুশি হয়ে তাদেরকে বহুমূল্যবান গাড়ি উপহার দিল আহমেদাবাদ ভিত্তিক আইটি কোম্পানি

আহমেদাবাদ ভিত্তিক আইটি (IT) সংস্থা ত্রিধ্যা টেক (Tridhya Tech), চলতি সময়ে ভারতের নামী প্রযুক্তি কোম্পানিগুলির মধ্যে অন্যতম। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, সংস্থাটির পঞ্চম বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে কর্মীদের আনুগত্য তথা অসাধারণ পারফরম্যান্সে খুশি হয়ে মোট ১৩ জন কর্মচারীকে ব্যয়বহুল গাড়ি উপহার দিয়েছে ত্রিধ্যা টেক। এই প্রসঙ্গে সংস্থার এমডি রমেশ মারান্দ (Ramesh Marand) জানিয়েছেন যে, গত পাঁচ বছরে কোম্পানি যে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে, তা কর্মীদের কঠোর পরিশ্রমেরই ফল। তাই কর্মীদের কর্মোদ্দীপনা বাড়ানোর পাশাপাশি তাদেরকে কৃতজ্ঞতা জানাতে সংস্থার পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মারান্দের মতে, কর্মীদের সহযোগিতায় সংস্থাটি যে বিপুল ব্যবসায়িক লাভ করতে সক্ষম হয়েছে, তার কিছুটা অংশ এই উপহারের মাধ্যমে কর্মচারীদের কাছে ফিরিয়ে দেওয়াই হল কোম্পানির মূল উদ্দেশ্য।

এরকম উপহার পেলে কর্মীদের চরম আনন্দিত হওয়াটাই খুব স্বাভাবিক

সত্যি কথা বলতে গেলে, গোটা বিশ্বের এই অর্থনৈতিক ডামাডোলের মধ্যে কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এর থেকে ভালো উপহার হয়তো আর কিছু হতেই পারে না। সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই কর্মক্ষেত্র থেকে উপহার হিসেবে বহুমূল্যবান গাড়ি পেয়ে বেজায় খুশি এই ১৩ জন কর্মচারী এবং তাদের পরিবার। নিজের কাজের উপহার হিসেবে একটি দামি গাড়ি পাওয়াকে নিঃসন্দেহে একটি লটারি পাওয়া বললেও কিন্তু খুব ভুল বলা হবে না। প্রসঙ্গত, মারান্দ আরও জানিয়েছেন যে, কর্মীদেরকে উৎসাহিত করতে সংস্থাটি আগামী দিনেও তাদেরকে এরকম ধামাকাদার উপহার দেওয়া অব্যাহত রাখবে। এর ফলে কর্মীরাও যে ভবিষ্যতে আরও দুর্দান্ত উদ্যমের সাথে কাজ করতে আগ্রহী হবেন, সেকথা বলাই বাহুল্য। আর এর সুবাদে সংস্থাটির ব্যবসায়িক উন্নতি তথা সুনামও যে আকাশচুম্বী হবে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

অতীতেও বহু কোম্পানি কর্মীদেরকে এরকম দুর্দান্ত উপহার দিয়েছে

প্রসঙ্গত বলে রাখি, এই প্রথম নয় যে কোনো ভারতীয় সংস্থা তাদের কর্মীদেরকে কঠোর পরিশ্রমের জন্য গাড়ি দিয়ে পুরস্কৃত করেছে। উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে চেন্নাই ভিত্তিক আইটি সংস্থা Ideas2IT-এর প্রায় ১০০ জন কর্মী তাদের চমকপ্রদ পারফরম্যান্সের জন্য উপহার হিসেবে কোম্পানির তরফে গাড়ি পেয়েছিলেন। এমনিতে কর্মক্ষেত্রে অধিকাংশ মানুষই এমন পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেন, যাতে কোম্পানি কখনোই তাদের কাজে অখুশি না হতে পারে। আর সারাবছর ভালোভাবে কাজ করতে দেখলে বছরশেষে খুশি হয়ে কর্মীদের কর্মোদ্দীপনা বাড়ানোর জন্য নামিদামি সংস্থাগুলিকেও হামেশাই আকর্ষণীয় বোনাস বা উপহার দিতে দেখা যায়। কিন্তু সাম্প্রতিককালে গোটা বিশ্বে তীব্র অর্থনৈতিক মন্দার জেরে যেখানে লক্ষ লক্ষ মানুষ কাজ হারাচ্ছেন, সেখানে এখনও কিছু সংস্থা যে কর্মীদের কর্মোদ্যম বাড়াতে এরকম দুর্দান্ত পদক্ষেপ নিচ্ছে, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়।