Honor Choice Earbuds X3: কোলাহলের মধ্যেও হবে বিন্দাস কথা, ৩৬ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেওয়া ইয়ারফোন লঞ্চ হল

Honor সম্প্রতি আয়োজিত লঞ্চ ইভেন্টে একগুচ্ছ নতুন প্রোডাক্টের ওপর থেকে পর্দা সরিয়েছে। এর মধ্যে রয়েছে Honor Choice Earbuds X3 ট্রু ওয়্যারলেস ইয়ারফোন। এটি ৪০ ডেসিবেল হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার অফার করবে। তা ছাড়াও এতে রয়েছে বিভিন্ন নয়েজ রিডাকশন মোড, যা ব্যবহারকারী তাদের পছন্দমতো পরিবর্তন করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক নতুন Honor Choice Earbuds X3 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Honor Choice Earbuds X3 এর দাম ও লভ্যতা

অনর চয়েস ইয়ারবাডস এক্স৩ ইয়ারফোনটি বর্তমানে প্রি -অর্ডারে জন্য উপলব্ধ। দেশীয় বাজারে এর দাম ধার্য করা হয়েছে ২৪৯ ইউয়ান (২,৮৪০ টাকা )। তবে ভারতসহ বিশ্ববাজারে এটি কবে আসবে তা এখনও জানা যায়নি।

Honor Choice Earbuds X3 এর স্পেসিফিকেশন

অনর চয়েস ইয়ারবাডস এক্স৩ ইয়ারফোনের স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে এতে ব্যবহৃত হয়েছে ১২ এমএম বায়োলজিক্যাল ডায়াফ্রাম স্পিকার, যা কোয়ালকম এপিটিএক্স হাই ডেফিনিশন অডিও কোডেক সাপোর্ট করবে। তাছাড়া আগেই বলা হয়েছে, ইয়ারফোনটিতে বিভিন্ন নয়েজ রিডাকশন মোড উপলব্ধ। তাই স্পোর্টস, ট্রাভেল, বিনোদন কিংবা অবসর কাটানোর সময় ব্যবহারকারীরা তাদের পছন্দমত নয়েজ রিডাকশন মোড পরিবর্তন করে নিতে পারবেন। সংস্থার মতে, একবার চার্জে ইয়ারফোনটি কেস সমেত ৩৬ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। শুধু তাই নয়, ইয়ারফোনটিতে রয়েছে ব্লুটুথ ৫.২ ডুয়াল ডিভাইস কানেকশন। তবে এর চার্জিং স্পিড এখনো পর্যন্ত জানা যায়নি। সর্বোপরি ইয়ারফোনটি জল প্রতিরোধী IP54 রেটিং সহ আসছে।