Android 13 release: বদলে যাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন, আগামী মাসেই আসছে অ্যান্ড্রয়েড ১৩ এর স্টেবল ভার্সন

গুগল (Google) বর্তমানে Android 13 Stable Edition-এর ওপর কাজ করছে। গত মাসে, সংস্থাটি তাদের Pixel 4 সিরিজ এবং এর পরবর্তী প্রজন্মের স্মার্টফোনগুলির জন্য Android 13 Beta 4.1 ভার্সনটি প্রকাশ করেছিল। আর এখন মনে করা হচ্ছে, আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরেই Pixel ফোন ব্যবহারকারীদের জন্য Android 13 Stable Edition-টি উপলব্ধ হতে পারে। গুগলের লেটেস্ট আগস্ট ২০২২ Android 13 সিকিউরিটি আপডেট থেকেই এর সূত্রটি পাওয়া গেছে। এই সেফটি প্যাচের রিলিজ নোটে, গুগল উল্লেখ করেছে যে, Android 13-এর একটি ডিফল্ট সেফটি প্যাচ স্তর থাকবে 2022-09-01। এটি নির্দেশ করে যে, সাম্প্রতিকতম অ্যান্ড্রয়েড ওএসের স্টেবল সংস্করণটি এই সময়ই লঞ্চ হবে। এছাড়াও, গুগল জানিয়েছে যে, আগস্টের Android 13 সিকিউরিটি আপডেটে নিরাপত্তাজনিত সমস্যাগুলিকে ঠিক করা হয়েছে।

Android 13 Stable Edition আসতে পারে আগামী মাসেই

আগস্টের অ্যান্ড্রয়েড ১৩ সিকিউরিটি আপডেটের অফিসিয়াল রিলিজ নোটে গুগল উল্লেখ করেছে, 2022-09-01 বা তার পরবর্তী নিরাপত্তা প্যাচ লেভেল সহ অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করা ডিভাইসগুলি এই সমস্যাগুলির বিরুদ্ধে সুরক্ষিত (AOSP-তে প্রকাশিত অ্যান্ড্রয়েড ১৩-এর 2022-09-01 ডিফল্ট নিরাপত্তা প্যাচ স্তরটি থাকবে )। এটি ইঙ্গিত দেয় যে, অ্যান্ড্রয়েড বিকাশকারী সংস্থাটি সেপ্টেম্বরে অ্যান্ড্রয়েড ১৩-এর স্টেবল সংস্করণটি রোল আউট করতে পারে। লেটেস্ট সিকিউরিটি আপডেটটি অ্যান্ড্রয়েড ১৩-এর পরিচিত সুরক্ষাসংক্রান্ত দুর্বলতাগুলিকে সংশোধন করবে বলেও দাবি করা হয়েছে। তবে, গুগল এখনও স্টেবল এডিশনের লঞ্চের তারিখটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

প্রসঙ্গত, গত ১৩ জুলাই মুক্তিপ্রাপ্ত Android 13 Beta 4-এর ওপর সামান্য আপডেট নিয়ে ২৫ জুলাই প্রকাশিত হয় Android 13 Beta 4.1 সংস্করণটি। Beta 4.1 ভার্সনটি বর্তমানে গুগলের ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করার জন্য উপলব্ধ রয়েছে। এটি Pixel 4, 4 XL, Pixel 4a, Pixel 4a 5G, Pixel 5, Pixel 5a, Pixel 6, Pixel 6 Pro এবং Pixel 6a হ্যান্ডসেটগুলিতে সাপোর্ট করবে। উল্লেখিত স্মার্টফোনগুলির ব্যবহারকারীরা লেটেস্ট ভার্সনটি পেতে গুগলের “Android Beta for Pixel” প্রোগ্রামে তাদের ফোন নথিভুক্ত করতে পারেন।

আবার, নয়া অপারেটিং সিস্টেমে একটি সমস্যা দেখা দিয়েছিল, যেখানে একটি অ্যাপের প্রয়োজনীয় অনুমতি না থাকলে ব্লুটুথ সক্রিয় এবং নিষ্ক্রিয় করতে বাধা দেওয়া হচ্ছিল, সেই অ্যাপগুলি যদিও এমন একটি এপিআই (API) লেভেলকে লক্ষ্য করে যেখানে অনুমতির প্রয়োজন পড়ে না। Android 13 Beta 4.1-এর চেঞ্জলগ অনুসারে, এখন সেই সমস্যাটি সংশোধন করা হয়েছে।

এছাড়া, নির্দিষ্ট ওয়াই-ফাই নেটওয়ার্কের সাথে সংযোগ করার সময় স্মার্টফোনগুলি ক্র্যাশ বা রিবুট হওয়ার সমস্যাটিও ঠিক করা হয়েছে। লেটেস্ট বিটা সংস্করণে গাড়ি চালানোর সময় মিট (Meet) কানেক্টিভিটি কমে যাওয়া এবং জিপিএস (GPS) ভুলভাবে ব্যাখ্যা করার মতো সমস্যাগুলিরও সমাধান করেছে গুগল।