Honda Activa থেকে TVS Jupiter, গত মাসে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এই পাঁচটি স্কুটার

গত মাসে ভারতের অটোমোবাইলের বাজারে বেশ মন্দা গিয়েছে। গত বছরের তুলনায় এ বছরের সেপ্টেম্বরে চোখে পড়ার মতো বিক্রি কমেছে বহু সংস্থার। তবে প্রতিকূলতার এই বাজারে যেখানে বেশিরভাগ সংস্থার বিক্রিতে ভাটা পড়েছে, সেখানে কিছু সংস্থা নিজেদের গাড়ি বিক্রির সংখ্যা ধনাত্মক হারে বাড়িয়েছে। সেপ্টেম্বরে বিক্রির পরিসংখ্যান অনুযায়ী সর্বাধিক বিক্রিত প্রথম পাঁচটি স্কুটার সম্পর্কে নীচে আলোচনা করা হল।

Honda Activa

গত বছরের তুলনায় এ বছর বিক্রির সংখ্যা অনেকটাই কমেছে হোন্ডা অ্যাক্টিভা-র। কিন্তু তাতেও দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্কুটারের তকমা ধরে রাখতে পেরেছে এটি। হোন্ডা অ্যাক্টিভার দুটো মডেল – অ্যাক্টিভা ১২৫ এবং অ্যাক্টিভা ৬জি। এই মডেল দুটি এ বছরের সেপ্টেম্বরে বিক্রি হয়েছে মোট ২,৪৩,৩৫৩ টি। গত বছরের তুলনায় এবছর ৪.৮৭% বিক্রি কমেছে এটির। গত বছর এই সংখ্যাটি ছিল ২,৫৭,৯০০ ইউনিট।

TVS Jupiter

টিভিএস মোটরের জুপিটার ভারতের অন্যতম সেরা স্কুটার। গত বছরের সেপ্টেম্বরের তুলনায় এ বছরে স্কুটারটির ০.৪৫% বিক্রি বেড়েছে। গত মাসে এটির মোট ৫৬,৩৩৯ ইউনিট বিক্রি হয়েছে, গত বছর যে সংখ্যাটি ছিল ৫৬,০৮৫ ইউনিট। দেশের সর্বাধিক বিক্রি হওয়া স্কুটারের তালিকায় দ্বিতীয় স্থানটি পেয়েছে টিভিএস।

Suzuki Access

সুজুকি অ্যাক্সেস স্কুটারটির গত বছরের তুলনায় এ বছরের বিক্রি অনেকটাই কমেছে। গত বছরের সেপ্টেম্বরে গাড়িটি বিক্রি হয়েছিল ৫৩,০৩১ ইউনিট। আর এ বছরে সেই সংখ্যাটি কমে হয়েছে ৪৫,০৪০ ইউনিট। ফলত ১৫.০৭% বিক্রি কমেছে। কিন্তু তা সত্ত্বেও এটি তালিকার তৃতীয় স্থানটি দখল করে নিয়েছে।

Honda Dio

হোন্ডা ডিও তালিকার চতুর্থ স্থানে জায়গা পেয়েছে। গতবছর সেপ্টেম্বরের তুলনায় এবছর ২.৭৩% ব্যবসা বাড়িয়েছে হোন্ডা। এ বছরের সেপ্টেম্বরে মোট ৩৪,৫৫৭ ইউনিট হোন্ডা ডিও বিক্রি হয়েছে।

TVS Ntorq

টিভিএস এর আরেকটি গাড়িও স্থান পেয়েছে এই তালিকায়। যেটি ভারতের বাজারে ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গত বছরের তুলনায় এ বছর সেপ্টেম্বরে ১২.৬৩% নিজের বিক্রি বাড়িয়েছে স্কুটারটি। গত মাসে ২৯,৪৫২ ইউনিট বিক্রি হয়েছে টিভিএস এনটর্ক।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন