অপেক্ষার অবসান, Google Pixel 7, Pixel 7 Pro লঞ্চ হচ্ছে আগামী ৬ অক্টোবর, সাথে আসতে পারে Watch

গুগলের Pixel রেঞ্জের আপকামিং ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলিকে নিয়ে টেক দুনিয়ায় বিগত কয়েক মাস ধরেই জল্পনা চলছে। আর এবার অবশেষে গুগল ঘোষণা করেছে যে, বহু প্রতীক্ষিত Google Pixel 7 এবং Pixel 7 Pro আগামী ৬ অক্টোবর আয়োজিত “মেড বাই গুগল” (Made by Google) ইভেন্টে উন্মোচিত হবে। প্রসঙ্গত, গত মে মাসে অনুষ্ঠিত গুগল আই/ও (Google I/O) ইভেন্টে সংস্থার তরফে Pixel 6 এবং Pixel 6 Pro-এর উত্তরসূরি মডেলগুলি লঞ্চ করার বিষয়ে টিজ করা হয়েছিল। আর কোম্পানির পরবর্তী হার্ডওয়্যার লঞ্চ ইভেন্টটি আগামী এক মাসের মধ্যেই একটি লাইভ ইভেন্টে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এছাড়া, মে মাসের ইভেন্টে Google Pixel 7 সিরিজ ছাড়াও Google Pixel Watch-এরও টিজার প্রকাশ করা হয়। এই স্মার্টওয়াচটিও আসন্ন মেড বাই গুগল ইভেন্টে আত্মপ্রকাশ করবে বলে নিশ্চিত করা হয়েছে।

Google Pixel 7 সিরিজ এবং Google Pixel Watch বাজারে আসছে আগামী মাসের শুরুতেই

গতকাল (৬ সেপ্টেম্বর) গুগল তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে প্রকাশ করেছে যে, তাদের “মেড বাই গুগল” লঞ্চ ইভেন্টটি মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী ৬ অক্টোবর সকাল ১০ টায় (ভারতে সন্ধ্যে ৭:৩০ টা), অনুষ্ঠিত হবে। আর এই লাইভ ইভেন্টে লেটেস্ট গুগল পিক্সেল ৭, পিক্সেল ৭ প্রো এবং গুগল পিক্সেল ওয়াচ-এর ওপর থেকে পর্দা সরানো হবে বলেও নিশ্চিত করেছে সংস্থা। কোম্পানি ওইদিন নতুন নেস্ট স্মার্ট হোম প্রোডাক্টগুলিও লঞ্চ করবে।

প্রসঙ্গত, মে মাসে গুগল আই/ও ইভেন্টে প্রথম কোম্পানির দ্বারা প্রকাশ করা হলেও, গুগল এখন নিশ্চিত করেছে যে, পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো মডেল দুটি কোম্পানির দ্বিতীয়-প্রজন্মের টেনসর দ্বারা চালিত হবে এবং অ্যান্ড্রয়েড ১৩-এ রান করবে। গুগল জানিয়েছে যে, নতুন চিপসেটটি ব্যবহারকারীদের ফটো, ভিডিও, নিরাপত্তা এবং স্পিচ রিকগনিশনের জন্য সহায়ক, পার্সোনালাইজড ফিচারগুলি অফার করবে।

জানিয়ে রাখি, সম্প্রতি Google Pixel 7 Pro-এর একটি আনবক্সিং ভিডিও প্রকাশ্যে এসেছিল, যা হ্যান্ডসেটটিকে ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে প্রদর্শন করেছে। এটি নিয়ে চলতি বছরে দুবার Google Pixel 7 সিরিজের অন্তত একটি মডেল অনলাইনের কোনও ভিডিওতে ফাঁস হয়েছে। এর আগে গত মাসে, ইউটিউব চ্যানেল আনবক্স থেরাপি (Unbox Therapy)-এর একটি ভিডিওতে Pixel 7 লাইনআপের উভয় মডেলেরই আর্লি ডেভেলপার ভার্সনগুলি দেখানো হয়েছিল।

অন্যদিকে, নতুন Google Pixel Watch-ও আসন্ন ইভেন্টে লঞ্চ হতে চলেছে৷ উল্লেখযোগ্যভাবে, এটিই গুগল দ্বারা ডিজাইন করা ও নির্মিত প্রথম স্মার্টওয়াচ। Pixel Watch কোম্পানির সফ্টওয়্যারকে ফিটবিট (Fitbit)-এর স্বাস্থ্য ও ফিটনেস দক্ষতার সাথে একীভূত করবে বলে জানিয়েছে সংস্থা। এই স্মার্টওয়াচটি সমস্ত পিক্সেল এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সাথে কাজ করবে এবং কোম্পানির নতুন ওয়্যারওএস (WearOS) অপারেটিং সিস্টেমে চলবে।