নতুন অবতারে বাজারে আসছে Bajaj-এর ট্যুরিং বাইক Dominar 400, কবে লঞ্চ হবে জানেন কি?

বাজাজের দুই ফ্ল্যাগশিপ ট্যুরিং বাইক, Dominar 250 ও Dominar 450-কে অনেক সময় ছোট ডমিনার ও বড় ডমিনার বলেও ডাকা হয়। সম্প্রতি বাজাজ তাদের ছোট ডমিনার অর্থাৎ Dominar 250 বাইকে তিনটি নতুন কালার স্কিম যোগ করেছে। এবার আপডেট পাওয়ার পালা বড় ডমিনার অর্থাৎ Dominar 450-এর।

অক্টোবরে লঞ্চ হতে পারে Dominar 450-এর 2021 ভার্সন। নয়া এডিশনে শুধু স্টাইলিং আপডেট থাকছে এমনটা নয়। 2021 Dominar 400 মেকানিক্যাল ও ফিচার আপগ্রেড-সহ আসবে বলে জানা গিয়েছে। আত্মপ্রকাশের পর থেকে Dominar 400 -এর বিক্রি সন্তোষজনক নয়। নিঃসন্দেহে ভারতের অন্যতম সেরা ট্যুরিং বাইক Dominar 400। কিন্তু এটি এখনও সেভাবে জনপ্রিয়তা লাভ করতে পারেনি। তবে ভাগ্য ফেরাতে নতুন অবতারে কী কী পরিবর্তন রাখার পরিকল্পনা নিচ্ছে বাজাজ, এখন সেটাই দেখার।

Bajaj Dominar 400 স্পেসিফিকেশন ও ফিচার

বাজাজ ডমিনার ৪০০ বাইকে রয়েছে ৩৭৩.২৭ সিসি-র সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন, যা ৮,৮০০ আরপিএমে ৩৯.৪২ বিএইচপি পাওয়ার এবং ৬,৫০০ আরপিএমে ৩৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। এতে স্লিপার ক্লাচের সাথে থাকছে সিক্স-স্পিড গিয়ারবক্স সিস্টেম।

এছাড়া ৪৩ মিমি ফ্রন্ট আপসাইড ডাউন (ইউএসডি) ফোর্ক, মাল্টি স্টেপ অ্যাডজাস্টেবল রিয়ার মনোশক সাসপেনশন, ৩২০ মিমি ফ্রন্ট ও ২৩০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক, ফুল-এলইডি লাইটিং, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে বাজাজ ডমিনার ৪০০ ট্যুরিং বাইকে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন