Yamaha FZ25 এর প্রতিদ্বন্দ্বী Honda CB250R এর নতুন ভার্সন লঞ্চ হল মেজর মেকানিক্যাল আপডেটের সাথে

Yamaha FZ25 এর অন্যতম প্রতিদ্বন্দ্বী Honda CB250 এর নতুন সংস্করণ আত্মপ্রকাশ করল‌। নেকেড স্ট্রিট মোটরসাইকেলটির 2022 এডিশন লঞ্চ হয়েছে মালয়েশিয়ায়। আপডেটেড ভার্সনে একাধিক নতুন মেকানিক্যাল ফিচার যুক্ত হয়েছে। সেই প্রসঙ্গে আসার আগে বলে রাখি, Honda CB250 কিন্তু KTM 250 Duke এর মতো পাওয়ারফুল। তবে আশ্চর্যজনক বিষয় হল, হোন্ডার মডেলটি প্রায় ২৬ কেজি হালকা। ফলে পাওয়ার টু ওয়েট অনুপাতের বাড়তি সুবিধার অধিকারী Honda CB250।

বাইকটিতে এখন শোয়া ব্র্যান্ডের বিগ পিস্টন সেপারেট ফাংশন ইনভার্টেড ফর্ক যুক্ত হয়েছে। জানুয়ারিতে ভারতে লঞ্চ হওয়া Honda CB300R এর মতো এতেও ফাইভ স্টেপ প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। নতুন মডেলের এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটিতে গিয়ার পজিশন ইন্ডিকেটর উপলব্ধ।

পারফরম্যান্সের দিক থেকে 2022 Honda CB250R সম্পূর্ণরূপে অপরিবর্তিত। ২৪৯ সিসি লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে দৌড়বে এটি। যা ২৭.৬ পিএস পাওয়ার এবং ২৩.৪ এনএম টর্ক উৎপন্ন করে‌। আউটপুট KTM 250 Duke-এর চেয়ে যথাক্রমে ২.৪ পিএস ও ০.৬ এনএম কম। তবে ওজন ১৪৪ কেজি হওয়ার কারণে কেটিএমের তুলনায় ২৬ কেজি হালকা।

Honda CB250R এর হার্ডওয়্যার সেটআপও একই আছে। সামনে ২৯৬ মিমি ও পিছনে ২২০ মিমি রিয়ার ডিস্ক বর্তমান৷ সাথে ডুয়েল চ্যানেল এবিএস। উভয় প্রান্তে ১৭ ইঞ্চি হুইল, যা ১১০-সেকশন ফ্রন্ট টায়ার ও ১৫০-সেকশন রিয়ার টায়ারে মোড়ানো। হেডলাইট ও টেললাইট পুরোপুরি এলইডি সিস্টেম-সহ এসেছে।

মালয়েশিয়ায় আপডেটেড হোন্ডা সিবি২৫০আর এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৪.২৭ লাখ টাকা। এখানে আসার সম্ভাবনা খুবই কম। কারণে এর থেকেও পাওয়ারফুল, বড় ইঞ্জিন, এবং বড় ইঞ্জিনের হোন্ডা সিবি৩০০আর উপলব্ধ ভারতের বাজারে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

12 mins ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

21 mins ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

50 mins ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

2 hours ago

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

3 hours ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

3 hours ago