2022 Kawasaki Ninja 1000SX স্পোর্টস ট্যুরার একজোড়া নতুন বর্ণে ভারতে লঞ্চ হল

কাওয়াসাকি ভারতে Ninja 1000SX স্পোর্টস ট্যুরার বাইকের নতুন এডিশন (2022) লঞ্চের ঘোষণা করেছে৷ 2022 Ninja 1000SX পাওয়া যাবে দু’টি কালার অপশনে- এমারেল্ড ব্লেজড গ্রিন এবং মেটালিক ম্যাট গ্রাফিনস্টিল গ্রে৷ নতুন পেইন্ট স্কিমে বাইকটির দাম রাখা হয়েছে ১১.৪০ লক্ষ টাকা৷ কাওয়াসাকির ডিলারশিপে মোটরসাইকেলটির বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে৷ ডেলিভারি সামনের মাসে দেওয়া হবে৷

আপডেটেড কালার স্কিম ছাড়া 2022 Ninja 1000SX-এ আর কোনও অদলবদল করা হয়নি৷ মেকানিক্যাল স্পেসিফিকেশন ও ফিচারগুলির পুরোটাই অপরিবর্তিত৷ বাইকটির উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে রয়েছে এলইডি লাইটিং সেটআপ এবং একটি ৪.৩ ইঞ্চি টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার৷

এছাড়াই এবিএস, ক্রুজ কন্ট্রোল, রাইডিং মোড (স্পোর্ট, রোড, রেন, রাইডার), তিনটি পর্যায়ের ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটার, কর্নারিং ম্যানেজমেন্ট ফাংশন সহযোগে এসেছে 2022 Kawasaki Ninja 1000SX৷

আগের মতোই বাইকটি দৌড়বে ১,০৪৩ সিসি ইনলাইন ফোর-সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিনে৷ এর থেকে ১০,০০০ আরপিএমে ১৪০ বিএইচপি শক্তি এবং ৮,০০০ আরপিএমে ১১১ এনএম টর্ক পাওয়া যায়৷ হার্ডওয়্যার সেটআপে আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক, একটি রিয়ার মনোশক, টুইন ডিস্ক (ফ্রন্ট) এবং সিঙ্গেল ডিস্ক ব্রেক (রিয়ার) রয়েছে ২০২২ কাওয়াসাকি নিনজা ১০০০এসএক্স বাইকে।