চড়াই-উতরাই পথ পেরোনোর সঙ্গী 2022 KTM 250 Adventure ভারতে লঞ্চ হল, দামে চমক

দুর্গম রাস্তা গন্তব্যে আর অন্তরায় হয়ে দাঁড়াবে না৷ অ্যাডভেঞ্চার প্রেমী বাইকারদের জন্য কেটিএম আজ ভারতে লঞ্চ করল আনল তাদের নতুন মডেল 2022 KTM 250 Adventure। আগের ভার্সনের মতো নতুন মডেলেও রাগেড বডিওয়ার্ক এবং অন্যান্য ডিজাইন এলিমেন্টগুলি অপরিবর্তিত রাখা হয়েছে৷ আপডেট বলতে 2022 KTM 250 Adventure দু’টি নয়া রঙের বিকল্প এসেছে – অরেঞ্জ/হোয়াইট এবং ব্লু/হোয়াইট। যাদের পোশাকি নাম যথাক্রমে ইলেকট্রনিক অরেঞ্জ এবং ফ্যাক্টরি রেসিং ব্লু৷

2022 KTM 250 Adventure-এ সওয়ার হয়ে চড়াই-উতরাই বন্ধুর পথ অনায়াসে পাড়ি দেওয়া যাবে৷ যা তার অন্যতম বৈশিষ্ট্য৷ তবে উল্লেখযোগ্য বিষয় হল, 2022 এডিশনেও KTM 250 Adventure-এর দাম বাড়েনি৷ পুরনো মডেলের যা দাম ছিল, সেই ২.৩৫ লক্ষ টাকায় (এক্স-শোরুম) পাওয়া যাবে নয়া বাইকটি৷

২০২২ কেটিএম ২৫০ অ্যাডভেঞ্চার’র ২৪৮ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে ৩০ পিএস পাওয়ার এবং ২৪ এনএম টর্ক পাওয়া যাবে৷ গিয়ারের সংখ্যা ছয়৷ পাওয়ার অ্যাসিস্ট স্লিপার ক্ল্যাচ মেকানিজম এই সিক্স-স্পিড গিয়ারবক্স সিস্টেমকে বিশেষ সুবিধা দেয়৷
২০২২ কেটিএম ২৫০ অ্যাডভেঞ্চার’র ফিচারগুলিতে হাত পড়েনি৷ হ্যালোজেন হেডলাইটের সঙ্গে এলইডি ডিআরএল, এলসিডি কনসোল, প্রভৃতি৷ তবে এই রেঞ্জে কেটিএম এলইডি হেডল্যাম্প ব্যবহার করলে দারুণ হত বলেই আমরা মনে করি৷

ট্যুরিংয়ের উপযোগী করে তোলার জন্য ২০২২ কেটিএম ২৫০ অ্যাডভেঞ্চার’র হার্ডওয়্যারগুলিও নামী সংস্থার থেকে নেওয়া হয়েছে যেমন ট্যুরারটির সামনে ডব্লিউপি অ্যাপেক্স’র ৪৩ মিমি আপসাইড ডাউন ফর্ক ও পিছনে ওই সংস্থারই ১০ ধাপে প্রিলোড অ্যাডজাস্টাবিলিটির সুবিধা-সহ মনোশক ইউনিট রয়েছে৷ এছাড়া ২০২২ কেটিএম ২৫০ অ্যাডভেঞ্চার’এ ডুয়েল চ্যানেল এবিএস-সহ ৩২০ মিমি ফ্রন্ট ডিস্ক এবং ২৩০ মিমি রিয়ার ডিস্ক আছে৷ বাইকটির সঙ্গে ভারতের বাজারে Royal Enfield Himalayan এবং Benelli TRK 251-এর প্রতিযোগিতা চলবে৷