Categories: AutomobileTech News

নতুন Mahindra Scorpio N এর বুকিং আর কয়েক মিনিট পরেই শুরু, ভ্যারিয়েন্ট অসংখ্য, সবার আগে দাম জেনে নিন

অপেক্ষার অবসান ঘটিয়ে আজ সকাল ১১ টা থেকে শুরু হচ্ছে এই মুহূর্তে ভারতের অন্যতম বহু আলোচিত গাড়ি Mahindra Scorpio-N এর অফিশিয়াল বুকিং। সংস্থার ওয়েবসাইট কিংবা অনুমোদিত ডিলারশিপে গিয়ে ২৫,০০০ টাকা টোকেন জমা করে বুকিং নথিভুক্ত করা যাবে। সম্প্রতি মাহিন্দ্রার তরফে জানানো হয়েছে,  ডেলিভারি পুজোর ঠিক আগেই চালু হবে। আগামী ২৬শে সেপ্টেম্বর থেকে প্রথম ব্যাচের গাড়ির চাবি ক্রেতাদের হাতে তুলে দেওয়া হবে।

দীর্ঘ দুই দশক ধরে ভারতের রাস্তায় “রাজ” করছে মাহিন্দ্রা স্করপিও। ২০০২ সালে যাত্রা শুরু করে ভারতবাসীকে পিওর এসইউভির স্বাদ দিয়েছিল এই স্করপিওই। আন্তর্জাতিক বাজারে মাহিন্দ্রার প্রথম মডেল এটিই। আর কুড়িতম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জুনের অন্তিম সময়ে নতুন অবতারে লঞ্চ হয়েছে গাড়িটি। নামকরণ হয়েছে Scorpio N। আর পুরনো প্রজন্নের মডেলটিরও বিক্রি জারি আছে Scorpio Classic নামে।

গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে Scorpio N এর Z8L সংস্করণটির উৎপাদনে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে মাহিন্দ্রা। আবার প্রথম ২৫,০০০ ইউনিটের পরেই XUV700 এর মত দাম বেড়ে যাবে স্করপিওর। উল্লেখ্য, পেট্রোল ডিজেল মিলিয়ে Scorpio N এর মোট ভ্যারিয়েন্ট সংখ্যা ৩৬। এরমধ্যে ১৩টি পেট্রোল ও ২৩টি ডিজেল। মডেলগুলির প্রারম্ভিক দাম ১১.৯৯ লাখ থেকে ২৩.৯ লাখ পর্যন্ত। তার মধ্যে পেট্রোল চালিত মডেলগুলির নূন্যতম মূল্য ১১.৯৯ লাখ থেকে শুরু করে সর্বোচ্চ ২০.৯৫ লাখ পর্যন্ত গেছে। অন্য দিকে, ডিজেল চালিত মডেলগুলির ভ্যারিয়েন্ট অনুযায়ী মূল্য ১২.৪৯ লাখ থেকে ২৩.৯ লাখ।

এছাড়াও মাহিন্দ্রার এই নতুন এসইউভিটিতে ডিজেল চালিত তিনটে অল-হুইল-ড্রাইভ (AWD) ভ্যারিয়েন্ট (Z4, Z8, Z8L) এর মূল্য যথাক্রমে ১৮.৪ লাখ, ২১.৯ লাখ ও ২৩.৯ লাখ টাকা। আর ডিজেল চালিত অটোমেটিক ট্রান্সমিশন সংস্করণের টু-হুইল (2WD) ড্রাইভ ভ্যারিয়েন্টগুলির দামের রেঞ্জ ১৫.৯৫ লাখ থেকে ২১.৪৫ লাখ টাকা। আর পেট্রোল চালিত অটোমেটিক ট্রান্সমিশন যুক্ত তিনটি মডেল Z4, Z8, Z8L কিনতে হলে খরচ পড়বে যথাক্রমে ১৫.৪৫ লাখ, ১৮.৯৫ লাখ ও ২০.৯৫ লাখ। উল্লেখ্য, এই সমস্ত দামগুলি এক্স শোরুমের।

পারফরম্যান্সের ব্যাপারে বলতে গেলে, Mahindra Scorpio N এ ২.০ লিটার mStallion ইঞ্জিন টার্বো পেট্রোল ও ২.২ লিটার mHawk ডিজেল এই দুই ধরনের ইঞ্জিন দেখা যায়। পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার ২০০ বিএইচপি ও টর্ক ৩৮০ এনএম। অপর হাতে ডিজেল ইঞ্জিনটি লোয়ার ভ্যারিয়েন্টে ৩০০ এনএম টর্কের সঙ্গে ১৩০ বিএইচপি আউটপুট তৈরি করতে পারে। তবে এর সবচেয়ে দামি ভ্যারিয়েন্টের সর্বোচ্চ ক্ষমতা ১৭৫ বিএইচপি ও টর্ক ৪০০ এনএম। সব ধরনের ইঞ্জিনেই ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন অথবা ৬ স্পিড অটোমেটিক গিয়ার বক্স দেওয়া রয়েছে।

স্করপিওর এই নতুন সংস্করণে বহু ধরনের আধুনিক সুযোগ সুবিধা লক্ষ্য করা যায়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ফিচার হল Adreno X AI যুক্ত ৮ ইঞ্চির টাচস্ক্রিন, সাথে ৭ ইঞ্চির সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কার প্লে প্রযুক্তি, এয়ার পিউরিফায়ার, অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্স, ইলেকট্রিক সানরুফ, প্রিমিয়াম কোয়ালিটির Sony কোম্পানির সাউন্ড সিস্টেম, ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, ৬টি এয়ার ব্যাগ, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, EBD প্রযুক্তি সহ এবিএস, ISOFIX চাইল্ড সিট মাউন্ট, হিল অ্যাসিস্ট, ট্রাকশন কন্ট্রোল, রিয়ার পার্কিং ক্যামেরা, ইলেকট্রনিক্স স্টেবিলিটি প্রোগ্রাম, প্রভৃতি।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

26 mins ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

1 hour ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

1 hour ago

কেমন হবে iPhone 16 সিরিজের ক্যামেরা? সেপ্টেম্বরে লঞ্চের আগেই ফাঁস সব ডিটেলস

Apple iPhone 16 সিরিজটি আগামী মাসেই বাজারে পা রাখতে চলেছে। তবে গত কয়েক মাস ধরেই…

1 hour ago

কোল্ড ড্রিঙ্কসের মাধ্যমে শরীরে ঢুকছে ভাইরাস, ভাইরাল WhatsApp মেসেজের বিষয়ে সতর্ক করল ভারত সরকার

হোয়াটসঅ্যাপে ভুয়ো মেসেজ আসা নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই ভুয়ো মেসেজে WhatsApp ব্যবহারকারীদের…

1 hour ago

Shikhar Dhawan: ভারতের অন্যতম সেরা ওপেনারদের তালিকায় নাম লেখা হবে ধাওয়ানের, দেখে নিন‌ তার ক্যারিয়ারের ৫টি সেরা ইনিংস

ভারতীয় সাদা বলের ক্রিকেটে শিখর ধাওয়ান দীর্ঘদিন ধারবাহিকতা বজায় রেখে জাতীয় দলকে সমৃদ্ধ করেছেন।আজ তিনি…

2 hours ago