Poco M3 Pro 5G এর ডিজাইনে রয়েছে চমক, আগামী সপ্তাহে বাজারে আসছে

Poco-র প্রথম 5G বাজেট স্মার্টফোন Poco M3 Pro 5G লঞ্চ হতে আর ঠিক এক সপ্তাহের অপেক্ষা৷ ফোনটি Redmi Note 10 5G-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে জল্পনা রয়েছে৷ তবে বৈশিষ্ট্যের নিরিখে যতই সাদৃশ্য থাকুক না কেন, চেহারার দিক থেকে ফোন দু’টির মধ্যে যে আকাশ পাতাল তফাত তা অফিসিয়াল রেন্ডারেই স্পষ্ট হল৷ আসলে ১৯ মে লঞ্চ হওয়ার আগেই Poco M3 Pro 5G-এর রেন্ডার অনলাইনে ছড়িয়ে পড়েছে৷ ডিজাইনের দিক থেকে Poco কী চমক রেখেছে তা এবার আলোচনা করা যাক৷

পোকো এম৩ প্রো ৫জি-এর রেন্ডারে তিনটি রঙের বিকল্প চোখে পড়ছে- কালো, নীল, এবং পোকোর সিগনেচার কালার হলুদ৷ সেলফির জন্য ডিসপ্লের মাঝখানে পাঞ্চ হোল কাটআউট রয়েছে৷ ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট থাকার বিষয়টি খোদ কোম্পানির পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে৷ উল্লেখ্য, রেডমি নোট ১০ ৫জি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ লঞ্চ হয়েছিল৷

এবার ব্যাক প্যানেলের প্রসঙ্গে আসা যাক৷ এটি ডিজাইনের ক্ষেত্রে পোকো ভিন্ন পন্থা নিয়েছে৷ স্ট্যান্ডার্ড ভার্সন, অর্থাৎ Poco M3 তুলনায় Poco M3 Pro 5G -এর ব্যাক প্যানেলের ডিজাইন পুরোপুরি আলাদা৷ পোকো এম৩-এর উচ্চ প্রশংসিত আনুভূমিক ব্ল্যাক বারের বদলে এতে উল্লম্ব ব্ল্যাক বার রাখা হয়েছে৷ যার মধ্যে পিল আকৃতির এলইডি ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা লেন্স রয়েছে৷ ব্যাক প্যানেলের নিচের দিকে ছোট করে লেখা ‘5G’ কথাটি চোখ এড়াবে না৷ আর ক্যামেরা মডিউলের নীচ থেকে ব্ল্যাক বারের সীমানা পর্যন্ত বড় বড় অক্ষরে পোকো ব্র্যান্ডিং থাকবে৷

যদিও পিছনে এত বড় ফ্রন্টে পোকো নাম প্রিন্টেড কেন, তা নিয়ে পোকো এম৩ ব্যবহারকারীদের একটা অসন্তোষ ছিল৷ সামাজিক গণমাধ্যমে এ নিয়ে খোলাখুলি সমালোচনা করতেও অনেককে দেখা গিয়েছিল৷ আশ্চর্যের বিষয় হল অভিযোগ সত্বেও পোকো ফোনটির প্রো ভার্সনেও একই জিনিসের পুনরাবৃত্তি করেছে৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন