2022 Yamaha FZ 25 ভারতে লঞ্চ হল, দাম-সহ সব বিস্তারিত তথ্য দেখে নিন

গায়ে নতুন রঙের চাদর জড়িয়ে 2022 Yamaha FZ 25 বাইকটি আজ ভারতের বাজারে পা রাখল। দুটি ভ্যারিয়েন্টে এসেছে এই ২৫০ সিসি-র মোটরসাইকেলটি – Yamaha FZ 25 ও FZS 25। অন্যদিকে আগের রেসিং ব্লু এবং মেটালিক ব্ল্যাক রঙ ছাড়াও আরো দুটি নতুন রঙের বিকল্পে পাওয়া যাবে এটি – ম্যাট কপার ও ম্যাট ব্ল্যাক। এই ডুয়েল টোন কালার অপশন পেশীবহুল বাইকটির স্টাইলকে আরো চমকদার করে তুলেছে। যা গ্রাহকদের অধিক আকর্ষিত করবে বলেই বিশ্বাস Yamaha-র। আসুন জেনে নেওয়া যাক Yamaha FZ 25 ও FZS 25-র স্পেসিফিকেশন, ফিচার্স ও দাম সম্পর্কে।

২০২২ ইয়ামাহা এফজেড ২৫, এফজেডএস ২৫ স্পেসিফিকেশনদ ও ফিচার্স (2022 Yamaha FZ 25, FZS 25 Specification & Features)

আধুনিক ডিজাইনের ছোঁয়া রয়েছে বাইক দুটিতে। যেমন – স্প্লিট স্টাইল সিট, ফুয়েল ট্যাঙ্কের সাথে শ্রাউড, স্লাইড শ্লাঙ্গ এগজস্ট। এছাড়া ইয়ামাহা এফজেডএস ২৫ (Yamaha FZS 25) মডেলটিতে অতিরিক্ত ফ্লাইস্ক্রিন এবং নাকেল গার্ডের সুবিধা উপলব্ধ রয়েছে। অন্যান্য ফিচারের মধ্যে এতে আছে বাই ফাংশানাল এলইডি হেডলাইট, এলইডি ডিআরএল, একটি নেগেটিভ এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একটি সাইট স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সুইচ এবং ডুয়েল চ্যানেল এবিএস।

মেকানিক্যাল স্পেসিফিকেশন বলতে ইয়ামাহা এফজেড ২৫, এফজেডএস ২৫ – উভয় বাইকেই দেওয়া হয়েছে ২৪৯ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুল্ড, SOHC ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ ৮,০০০ আরপিএম গতিতে ২০.৫ বিএইচপি শক্তি এবং ৬,০০০ আরপিএম গতিতে ২০.১ এনএম টর্ক উৎপন্ন হয়।

বাইক দুটির সামনে ও পেছনে যথাক্রমে টেলিস্কোপিক ফোর্ক এবং প্রিলোড-অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন উপস্থিত। আবার এর দুই চাকাতেই সিঙ্গেল ডিস্ক দেওয়া হয়েছে।

২০২২ ইয়ামাহা এফজেড ২৫, এফজেডএস ২৫ দাম (2022 Yamaha FZ 25, FZS 25 Price)

2022 Yamaha FZ 25, FZS 25 মোটরবাইক দুটির দিল্লির এক্স-শোরুম মূল্য যথাক্রমে ১,৩৮,৮০০ টাকা ও ১,৪৩,৩০০ টাকা।