2022 Yamaha MT-10 SP: ইয়ামাহা সামনে আনল 164bhp ক্ষমতার এই অ্যাগ্রেসিভ মোটরবাইক

ইয়ামাহা গ্লোবাল মার্কেটে সম্প্রতি MT-10 মোটরসাইকেলের আপডেটেড ভার্সন (2022) লঞ্চ করেছিল। আবার সংস্থাটি সদ্য শেষ হওয়া ইতালির EICMA-তে MT-10 মডেলটির SP নামাঙ্কিত অ্যাডভান্সড ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। 2022 MT-10 এর মতো 2022 MT-10 SP মডেলটিও অ্যাগ্রেসিভ ডিজাইনের সঙ্গে এসেছে।

2022 Yamaha MT-10 SP এর সামনে টুইন প্রজেক্টর ল্যাম্প এবং ভ্রুর মতো দেখতে এলইডি ডিআরএল রয়েছে। ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনে বদল এসেছে। বাইকটির CP4 ইঞ্জিন আপগ্রেড করা হয়েছে। এর ফলে আউটপুট ১৫৮ বিএইচপি থেকে বেড়ে হয়েছে ১৬৪ বিএইচপি।

এছাড়া পুরনো মডেলের মতো 2022 Yamaha MT-10 SP-এ ৪.২ ইঞ্চি কালার টিএফটি স্ক্রিন, ট্রাকশন কন্ট্রোল, স্লাইড কন্ট্রোল, হুইলি কন্ট্রোল, এবং ইঞ্জিন ব্রেক কন্ট্রোলের পাশাপাশি চারটি রাইডিং মোডসের মতো প্রিমিয়াম ফিচারগুলি ধরে রাখা হয়েছে। উল্লেখ্য, 2022 MT-10 SP-এর মেজর আপগ্রেড হল, সেমি-অ্যাক্টিভ Ohlins সাসপেনশনের সংযোজন, যা তিনটি ডাম্পিং মোড এবং তিনটি ম্যানুয়াল সেটিং অফার করে।

2022 Yamaha MT-10 SP সামনের বছর থেকে আর্ন্তজাতিক বাজারে লিকুইড মেটাল/র‌্যাভেন ব্ল্যাক কালার স্কিমে পাওয়া যাবে। ভারতে বাইকটি লঞ্চ হওয়ার সম্ভাবনা খুবই কম।