New Yamaha XMax 300SP: ইয়ামাহার এই দু’চাকা গাড়িতে স্কুটার ও বাইক দুইয়ের স্বাদ মিলবে, নতুনরূপে লঞ্চ হল

ইদানিং ‘ম্যাক্সি-স্কুটার’-এর প্রতি ক্রেতারা টান অনুভব করছেন। কারণ ম্যাক্সি-স্কুটারে দীর্ঘ পথ সফর করার জন্য আদর্শ বলে বিবেচিত। এই জাতীয় স্কুটার খুবই আরামদায়ক রাইডিং দেয়। আবার মোটরসাইকেল চালানোর মতো অনুভূতি প্রদান করে। ক্রেতাদের মনের আশা পূরণ করতে এবার অন্যতম জাপানি টু-হুইলার ব্র্যান্ড ইয়ামাহা (Yamaha) থাইল্যান্ডের বাজারে XMax 300SP ম্যাক্সি-স্কুটারের নতুন প্রজন্মের মডেলটি লঞ্চ করল। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বাজারে উপলব্ধ Yamaha XMax 300SP। একাধিক কসমেটিক আপডেটের সাথে থাইল্যান্ডে লঞ্চ হয়েছে। আসুন Yamaha XMax 300SP-র ফিচার্স, ইঞ্জিন ও দাম জেনে নেওয়া যাক।

২০২২ ইয়ামাহা এক্সম্যাক্স ৩০০এসপি ফিচার্স (2022 Yamaha XMax 300SP Features)

Yamaha XMax 300SP আক্রমনাত্মক লুক এবং শার্প ডিজাইন সহ হাজির হয়েছে। উল্লেখযোগ্য ফিচারের তালিকা রয়েছে টুইন-বিম এলইডি হেডল্যাম্প এবং দীর্ঘ উইন্ড স্ক্রিম। যা চালককে হাইওয়েতে বেশি গতি তুলতে সহায়তা করে। ম্যাক্সি-স্কুটারটির লম্বা সিট রাইডারকে আরামদায়ক স্বাচ্ছন্দ্য দেয়। ডিজাইনের আপডেট বলতে রেড অ্যালয়ের সাথে গ্রে পেইন্ট। আবার সিটে রয়েছে লাল সুতোর সেলাই।

২০২২ ইয়ামাহা এক্সম্যাক্স ৩০০এসপি ইঞ্জিন স্পেসিফিকেশন (2022 Yamaha XMax 300SP Engine Specification)

2022 Yamaha XMax 300SP-তে আছে একটি ২৯২ সিসি লিকুইড-কুল্ড ইঞ্জিন, যা থেকে ২৭.২ বিএইচপি শক্তি এবং ২৯ এনএম টর্ক উৎপন্ন হবে। যাত্রা আরামদায়ক করার জন্য পেছনে দেওয়া হয়েছে ওহলিনস স্প্রিং।

২০২২ ইয়ামাহা এক্সম্যাক্স ৩০০এসপি দাম (2022 Yamaha XMax 300SP Price)

থাইল্যান্ডের বাজারে 2022 Yamaha XMax 300SP-র দাম ২,০৯,০০০ টিবিএইচ বা ভারতীয় মুদ্রায় ৪.০৭ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। ভারতের বাজারে উপলব্ধ ম্যাক্সি-স্কুটার Suzuki Burgman Street-এর সাফল্য দেখে এ দেশে যে কোনো সময় XMax 300SP-কে হাজির করতে পারে ইয়ামাহা। তবে আপাতত একই ডিজাইনের Aerox 155 স্পোর্টি স্কুটারটির বিক্রি বাড়ানোতেই লক্ষ্য রাখবে সংস্থাটি।