শীঘ্রই আসছে OnePlus Nord 2 Pac-Man Edition, টিজার প্রকাশ করে বার্তা সংস্থার

৮০-র দশকের বিখ্যাত ভিডিও গেম প্যাক ম্যান (Pac Man)। ওয়ানপ্লাস এবার সেই জনপ্রিয় ভিডিও গেমের OnePlus Nord 2 Pac-Man নামাঙ্কিত স্পেশ্যাল এডিশন স্মার্টফোন আনতে চলেছে বলে জল্পনা শোনা যাচ্ছিল। গত মাসে টিপস্টার ম্যাক্স জাম্বোর (Max Jambor) টুইট করে সে দিকেই ইঙ্গিত করেছিলেন। অন্য দিকে, ওয়ানপ্লাসের তরফে এই নিয়ে খোলাখুলি কিছু জানানো হয়নি।

তবে নীরবতা ভেঙে ওয়ানপ্লাসের তরফে এবার তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে OnePlus Nord 2 Pac-Man এডিশন স্মার্টফোনকে টিজ করা হয়েছে। কেবলমাপ্র প্যাক ম্যান গেমের একটি ছবি আপলোড করেছে তারা। এছাড়া স্মার্টফোনটির ডিজাইন বা স্পেসিফিকেশন কেমন হবে, অথবা গ্রাহকের হাতে উঠবে কবে, সেসব কিছুই টিজারে উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, লিমিটেড এডিশন স্মার্টফোন হওয়ার ফলে OnePlus Nord 2 Pac-Man এডিশনের ব্যাক প্যানেলে স্পেশ্যাল পেইন্ট স্কিম দেখা যেতে পারে। তাতে প্যাক ম্যান গেমের কোনও বিশেষ মুহূর্ত বা চরিত্রকে তুলে ধরা হতে পারে। একইসঙ্গে অভ্যন্তরীণ স্পেসিফিকেশনেও পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে।

OnePlus Nord 2 Pac-Man Edition প্রসেসর

রিপোর্ট বলছে, ডাইমেনসিটি ১২০০-এর জায়গায় ওয়ানপ্লাস নর্ড ২ প্যাক ম্যান এডিশনে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দেখা যেতে পারে। অর্থাৎ স্ট্যান্ডার্ড মডেলের চেয়ে নতুন ফোনটির পারফরম্যান্স ডাউনগ্রেড হবে। যদিও অফিসিয়াল সোর্স থেকে তথ্যটি আসেনি। চলতি মাসেই ওয়ানপ্লাস নর্ড ২ প্যাক ম্যান এডিশন লঞ্চ করা হতে পারে।

উল্লেখ্য, ওয়ানপ্লাস নর্ড ২ ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) ফ্লুইড AMOLED ডিসপ্লে, ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হয়েছিল।